একজন ব্যক্তি বা একটি দলের সমস্যা নিরূপণ করে তা সমাধানে সাহায্য করা কাউন্সেলরগণের কোন ধরনের ভূমিকা?
জীবন ধারণের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন তা নির্ধারণের জন্য কী প্রয়োজন?
আনুষঙ্গিক নিয়মাবলি অভিন্ন থাকলে স্থান, কাল, পাত্র ও পরীক্ষণকারী ভেদে গবেষণালব্ধ ফল অভিন্ন রাখার দৃষ্টিভঙ্গির নাম কী?
চিকিৎসা মনোবিজ্ঞানীরা প্রথমে কী করেন?
শ্রমিক মালিক সম্পর্ক উন্নত করা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় আগ্রহ সৃষ্টি করা প্রভৃতি মনোবিজ্ঞানের কোন শাখার লক্ষ্য
আচরণ ও মানসিক কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় কী দ্বারা?
জৈব-সামাজিক বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায় কাকে?
পরীক্ষণ পদ্ধতিতে উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা করা হয়-
i. সুপরিকল্পিত অবস্থায়
ii. সুনিয়ন্ত্রিত পরিবেশে
iii. প্রাকৃতিক পরিবেশে
নিচের কোনটি সঠিক?
মনোবিজ্ঞানের সকল শাখার যে বিষয়গুলো নিয়ে সাধারণ মনোবিজ্ঞান আলোচনা করে, তা হলো-
i. সাধারণ বিষয়গুলো
ii. বিশেষ বিষয়গুলো
iii. প্রাথমিক আলোচনা
উক্ত মনোবিজ্ঞানে একজন মনোবিজ্ঞানীর প্রধান ভূমিকা-
i. প্রতিকারমূলক
ii. নিবৃত্তমূলক
iii. শিক্ষা ও বিকাশমূলক
উদ্দীপকে আজাহার হোসেন এর পেশাগত লক্ষ্য কী?
সাফিয়ার বিকলাঙ্গ সন্তান জন্মের ক্ষেত্রে জন্মপূর্ব কোন উপাদান দায়ী?
ফারজানার আচরণের পরিবর্তন ঘটেছে মূলত কোন কারণে?
শারীরিক বৃদ্ধিকে কী বলা হয়?
শিক্ষণ ও পরিণমন এর মধ্যে কী বিদ্যমান?
শিক্ষণের জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে-
i. অভিজ্ঞতা
ii. শিক্ষা প্রতিষ্ঠান
iii. অনুশীলন
নেকড়ে পালিত শিশু কমলা কত বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল?
জিনগুলো ক্রোমোজোমে কীভাবে অবস্থান করে?
ছেলে শিশুর লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের বিন্যাস কীরূপ হয়?
জিনগুলোর ভাগ হলো-
i. সবল জিন
ii. দীর্ঘ জিন
iii. দুর্বল জিন