কটিদেশীয় মেরুস্নায়ুর সংখ্যা কত?
পুচ্ছদেশীয় মেরুস্নায়ুর সংখ্যা কত?
আড়াআড়ি ব্যবচ্ছেদ করলে মেরুরজ্জুকে কয়টি ভিন্ন এলাকা নিয়ে গঠিত দেখা যায়?
মেরুরজ্জুর শ্বেত পদার্থকে কোন কারণে মসৃণ ও উজ্জ্বল দেখায়?
প্রতিটি মেরুস্নায়ু কোথায় এসে দুই ভাগ হয়ে যায়?
সকল পশ্চাৎমূলীয় স্নায়ু শাখা কোন ধরনের?
একমেবুবিশিষ্ট স্নায়ুকোষের কোষদেহ মেরুরজ্জুর বাইরে একসঙ্গে একত্রিত হয়ে কী তৈরি করে?
মেরুরজ্জু কয়টি প্রধান কাজ সম্পন্ন করে?
মস্তিষ্ক এবং বিভিন্ন ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্ররূপে কাজ করে কোনটি?
মেরুদণ্ডের ভিতরে অবস্থিত মেরুরজ্জুতে কত জোড়া মেরুস্নায়ু আছে?
মস্তিষ্ক ব্যতীত শরীরের বিভিন্ন অংশ থেকে সংবেদীয় স্নায়ুপ্রবাহ কীসের ভেতর দিয়ে মস্তিষ্কে পৌছায়?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ কোনটি?
মেরুদণ্ডের এক একটি খণ্ডকে কী বলা হয়?
কশেরুকার ছিদ্র দিয়ে যে স্নায়ু বের হয় তার নাম কী?
মেরুরজ্জু কোন স্নায়ুতন্ত্রের অংশ?
কোনটি প্রাণীর সমস্ত আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণ ও সুসংগঠিত করে?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রাণীর আচরণ ও কার্যাবলি-
i. নিয়ন্ত্রণ করে
ii. সুসংগঠিত করে
iii. বিশ্লেষণ করে
নিচের কোনটি সঠিক?
মেরুরজ্জুর বৈশিষ্ট্য-
ⅰ. দৈর্ঘ্যে প্রায় ১৭ বা ১৮ ইঞ্চির বেশি লম্বা হয়
ii. ৩১ জোড়া মেরু স্নায়ু আছে
iii. ২টি ভিন্ন এলাকা নিয়ে গঠিত
মেরুরজ্জু হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের-
i. সবচেয়ে নিচের অংশ
ii. সবচেয়ে বড় অংশ
iii. সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ
মেরুরজ্জু যে প্রধান কাজ সম্পন্ন করে সেগুলো হলো-
i. পরিবহণ
ii. সংযোগ স্থাপন
iii. প্রতিবর্তী ক্রিয়া