সম্মুখ মস্তিষ্কের অংশ-
i. গুরুমস্তিষ্ক
ii. বেজাল গ্যাংগলিয়া
iii. থ্যালামাস
নিচের কোনটি সঠিক?
গুরুমস্তিষ্কে পাওয়া যায়-
i. ফিসার
ii. সালসাই
iii. জাইরি
সংবেদন অঞ্চলের কাজ-
i. শ্রবণ করা
ii. দর্শন করা
iii. সোমাসথেটিক অনুভূতি তৈরি করা
থ্যালামাসের মধ্য দিয়ে যায়-
i. চক্ষু থেকে প্রাপ্ত তথ্য
ii. কর্ণ থেকে প্রাপ্ত তথ্য
iii. ত্বক থেকে প্রাপ্ত তথ্য
সীমান্ততন্ত্রের সংগঠন-
i. হিপোক্যাম্পাস
ii. এমিগডালা
iii. ফর্নিক্স
মধ্য মস্তিষ্কের সংগঠন-
i. পেরিয়াকুয়েডাক্টাল গ্রে
ii. সাবস্টাশিয়া নাইগ্রা
iii. রেড নিউক্লিয়াস
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রাণীর আচরণ ও কার্যাবলি-
i. নিয়ন্ত্রণ করে
ii. সুসংগঠিত করে
iii. বিশ্লেষণ করে
মেরুরজ্জুর বৈশিষ্ট্য-
ⅰ. দৈর্ঘ্যে প্রায় ১৭ বা ১৮ ইঞ্চির বেশি লম্বা হয়
ii. ৩১ জোড়া মেরু স্নায়ু আছে
iii. ২টি ভিন্ন এলাকা নিয়ে গঠিত