কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রাণীর আচরণ ও কার্যাবলি-
i. নিয়ন্ত্রণ করে
ii. সুসংগঠিত করে
iii. বিশ্লেষণ করে
নিচের কোনটি সঠিক?
মেরুরজ্জুর বৈশিষ্ট্য-
ⅰ. দৈর্ঘ্যে প্রায় ১৭ বা ১৮ ইঞ্চির বেশি লম্বা হয়
ii. ৩১ জোড়া মেরু স্নায়ু আছে
iii. ২টি ভিন্ন এলাকা নিয়ে গঠিত
মেরুরজ্জু হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের-
i. সবচেয়ে নিচের অংশ
ii. সবচেয়ে বড় অংশ
iii. সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ
মেরুরজ্জু যে প্রধান কাজ সম্পন্ন করে সেগুলো হলো-
i. পরিবহণ
ii. সংযোগ স্থাপন
iii. প্রতিবর্তী ক্রিয়া
সম্মুখ মূলের স্নায়ুকোষসমূহ-
i. বহুমেরুবিশিষ্ট স্নায়ুকোষ
ii. এদের কোষদেহ রয়েছে সম্মুখ হর্নে
iii. এরা পৃষ্ঠমূলীয় গ্যাংলিয়া তৈরি করে
সরল প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ হলো-
i. হাইতোলা
ii. চোখের পলক ফেলা
iii. হাঁচি দেওয়া
মস্তিষ্ককে সাধারণত কয়টি অংশে ভাগ করা যায়?
একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত?
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় অংশ কোনটি?
মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
থ্যালামাস কোন মস্তিষ্কের অংশ?
দর্শন স্নায়ুর উৎপত্তিস্থল কোথায়?
মধ্য মস্তিষ্কের ছাদ দুজোড়া কী গঠন করে?
'গতি সমন্বয় কেন্দ্র' বলা হয় কোনটিকে?
মস্তিষ্কের কোন অংশকে সংবাদ প্রেরক যন্ত্র বলা হয়?
লঘু মস্তিষ্কের উপরিভাগে ও সম্মুখ দিকে কোনটির অবস্থান?
মধ্য মস্তিষ্ককে কয়টি অংশে ভাগ করা যায়?
মাথার খুলির মধ্যে অনুপ্রবিষ্ট মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ডের বাল্ব আকৃতিবিশিষ্ট ঊর্ধ্বংশকে কী বলে?
অধঃমস্তিষ্ককে আর কী বলা হয়?
শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?