মধ্য মস্তিষ্কের ছাদ দুজোড়া কী গঠন করে?
'গতি সমন্বয় কেন্দ্র' বলা হয় কোনটিকে?
মস্তিষ্কের প্রহরীরূপে কাজ করে কোনটি?
মস্তিষ্কের কোন অংশকে সংবাদ প্রেরক যন্ত্র বলা হয়?
লঘু মস্তিষ্কের উপরিভাগে ও সম্মুখ দিকে কোনটির অবস্থান?
মধ্য মস্তিষ্ককে কয়টি অংশে ভাগ করা যায়?
মাথার খুলির মধ্যে অনুপ্রবিষ্ট মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ডের বাল্ব আকৃতিবিশিষ্ট ঊর্ধ্বংশকে কী বলে?
অধঃমস্তিষ্ককে আর কী বলা হয়?
শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
সুষুম্নাশীর্ষকের সামনে যে নলাকৃতির স্ফীতাংশ সেতুর মতো আড়াআড়ি চলে গেছে তাকে কী বলে?
লঘু মস্তিষ্ককে আর কী নামে ডাকা হয়?
লঘু মস্তিষ্কের প্রধান কাজ কী?
আচরণের জন্য স্নায়ুতন্ত্রের কোন অংশটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
সম্মুখ মস্তিষ্কের অংশ-
i. গুরুমস্তিষ্ক
ii. বেজাল গ্যাংগলিয়া
iii. থ্যালামাস
নিচের কোনটি সঠিক?
গুরুমস্তিষ্কে পাওয়া যায়-
i. ফিসার
ii. সালসাই
iii. জাইরি
সংবেদন অঞ্চলের কাজ-
i. শ্রবণ করা
ii. দর্শন করা
iii. সোমাসথেটিক অনুভূতি তৈরি করা
সীমান্ততন্ত্রের সংগঠন-
i. হিপোক্যাম্পাস
ii. এমিগডালা
iii. ফর্নিক্স
মধ্য মস্তিষ্কের সংগঠন-
i. পেরিয়াকুয়েডাক্টাল গ্রে
ii. সাবস্টাশিয়া নাইগ্রা
iii. রেড নিউক্লিয়াস
গুরুমস্তিষ্কের কোন অংশ মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করে?
পিঠে মশা বসলে টের পাই। এক্ষেত্রে মস্তিষ্কের কোন অঞ্চল কাজ করে?