4টি মুদ্রা নিক্ষেপ করে 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত?
দুইটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ছক্কাদ্বয়ের যোগফল = ছক্কাদ্বয়ের গুণফল হওয়ার সম্ভাবনা কত?
সম্ভাবনার সবচেয়ে প্রাচীন সংজ্ঞা কোনটি?
52 খানা তাস হতে দু'খানা তাস টানা হলো। তাস দুটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত?
সম্ভাবনার ক্লাসিক সংজ্ঞার ক্ষেত্রে নমুনা বিন্দুগুলো-
আরোহী সম্ভাবনার -
i. ঘটনা A এর জন্য সম্ভাবনা P(A) =Ltn→∞mn
ii. চেষ্টার সংখ্যা অসীম
iii. ব্যবহারিক প্রয়োগ কম
নিচের কোনটি সঠিক?
V(x) = 3 হলে V(2x+5)=?
x দৈব চলকের ভেদাঙ্ক 15 এবং গড় ও হলে E(x2) এর মান কত?
ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে কী বলে?
দৈব চলক x এর মানগুলো 3, 5 হলে, x-এর ভেদাঙ্ক কত হবে?
দৈব চলক x-এর মান বৃদ্ধির সাথে সাথে দৈব চলক y-এর মান বাড়তে থাকলে x, y এর সহভেদাঙ্কের মান কীরূপ হবে?
কোন ধ্রুবকের ভেদাঙ্ক কত?
X ও Y দু'টি স্বাধীন দৈব চলক হলে নিচের কোনটি সত্য?
যদি Y=4x+7 হয় এবং V(x)=4 হয় তবে V(Y)=?
যদি y=ax+b হয় তবে E(y) এর মান কত?
X দৈব চলকের ক্ষেত্রে E{X-E(X)} = ?
নিচের কোনটি দৈব চলকের ভেদাঙ্কের ধর্ম?
x দৈব চলক হলে v(2x) এর মান কত?
যদি X ও Y দুটি স্বাধীন দৈব চলক হয় যেখানে V(x) = 5 এবং V(y) = 2 তবে V(3x-2y)=?
E(x) এর মান কত?