যদি C ∪ D=S হয়, তবে C ও D ঘটনাদ্বয় হবে-
P(A) = 0 হলে, এ ঘটনাটি কোন ধরনের ঘটনা?
কতকগুলো সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি কত?
10টি দ্রব্য হতে এটি দ্রব্য কতভাবে বাছাই করা যাবে?
STATISTICS শব্দটির অক্ষরগুলোকে এক সাথে নিয়ে কতভাবে সাজানো যাবে?
একটি ঝুড়িতে 3টি লাল, 4টি কালো ও 5টি সাদা মোজা আছে। করিম সাহেব ঝুড়ি হতে 2টি মোজা দৈবভাবে নিলেন। মোজা 2টি কালো রঙের পাওয়ার সম্ভাবনা কত?
একটি বাক্সে 6টি সবুজ, 5টি নীল ও 7টি হলুদ বল আছে। বাক্স হতে 2টি বল দৈবভাবে উত্তোলন করা হলো। দু'টি নীল বল পাবার সম্ভাবনা কত?
একটি ছক্কা তিনবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কতটি?
সম্ভাবনা একটি-i. সরল রাশিii. আনুপাতিক রাশিiii. একক মুক্ত রাশিনিচের কোনটি সঠিক?
A ও B ঘটনা দুটি অবর্জনশীল ঘটনা হলে-i. P(A∩B)= 0ii. P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)iii. P(A∪B) = P(A) + P(B)নিচের কোনটি সঠিক?
একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ছক্কার উপরের পিঠে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?
একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় ছক্কার উপরের পিঠে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?
নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত?
একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপে যে কোনো পিঠ পড়ার ঘটনাটি কোন ধরনের ঘটনা?
কতকগুলো সম্পূরক ঘটনাগুলোর সম্ভাবনার সমষ্টি কত?
অসীম নমুনা ক্ষেত্রের জন্য নিম্নের কোন ধরনের সম্ভাবনা নির্ণয় করা যায়?
একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় প্রতিটি পিঠ আসার ঘটনাটি কোন ধরনের ঘটনা?
কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ১ হলে ঘটনাটি কি বলে?
একটি সমাজে ছেলে শিশু জন্মানোর সম্ভাবনা ৫০%। কোনো পরিবারের একটি শিশু জন্মগ্রহণ করলে শিশুটি ছেলে বা মেয়ে হওয়ার ঘটনাটি-
সম্ভাবনার যোগসূত্র কয়টি?