সম্ভাবনার গুণনসূত্র কয়টি?
এক প্যাকেট তাসে মোট স্যুটের সংখ্যা কয়টি?
প্রতিটি স্যুটে কয়টি তাস থাকে?
একটি মুদ্রা পাঁচবার নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত?
একটি মুদ্রা সাতবার নিক্ষেপ করা হলে ৩টি হেড থাকবে কয়টি নমনুনাবিন্দুতে?
যদি দুটি ঘটনার সম্ভাবনার যোগফল এক হয়, তাহলে তাদেরকে বলে-
দুটি ঘটনার মধ্যে সাধারণ বিন্দু না থাকলে ঘটনাদ্বয়কে কী বলা হয়?
দুটি ঘটনার মধ্যে সাধারণ বিন্দু থাকলে ঘটনাদ্বয়কে কী বলা হয়?
P(A∪B) = P(A) + P(B) সূত্রটির ক্ষেত্রে A ও B ঘটনাদ্বয়-
একটি ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষায় জোড় সংখ্যা আসার ঘটনাটি-i. যৌগিক ঘটনাii. নিশ্চিত ঘটনাiii. 'অনিশ্চিত ঘটনানিচের কোনটি সঠিক?
P(A) = 59,P(B)=35 হলে, A ও B ঘটনাদ্বয় হবে-i. বর্জনশীলii. অবর্জনশীলiii. স্বাধীন অথবা অধীননিচের কোনটি সঠিক?
যদি P(A∩B) = P(A). P(B) হয় তবে A ও B ঘটনাদ্বয় হলো-i. স্বাধীনii. অবর্জনশীলiii. বর্জনশীলনিচের কোনটি সঠিক?
দুইটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে-i. ঘটনা দুটি পরস্পর বর্জনশীল হতে পারবে নাii. কমপক্ষে একটি সাধারণ উপাদান থাকবেiii. ঘটনা দুইটি একত্রে ঘটার সম্ভাবনা শূন্য হবে নিচের কোনটি সঠিক?
২টি ছক্কা একত্রে নিক্ষেপ করলে প্রাপ্ত নমুনাবিন্দুর সংখ্যা কতটি?
কতকগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজের একবার পুনরাবৃত্তিকে কী বলে?
প্রয়োজনীয় কতকগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ বার বার করাকে কী বলে?
নমুনাক্ষেত্রের প্রতিটি উপাদান বা একককে কী বলে?
একটি মুদ্রা উপরের দিকে নিক্ষেপ করা হলে মাথা পাওয়ার সম্ভাবনা কত?
একটি নিরপেক্ষা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার ওপরের পিঠে মাথা বা লেজ আসবে এটি কী ধরনের ঘটনা?
দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কোনো লেজ না পাওয়ার সম্ভাবনা কত?