একটি মুদ্রা উপরের দিকে নিক্ষেপ করা হলে মাথা পাওয়ার সম্ভাবনা কত?
একটি নিরপেক্ষা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার ওপরের পিঠে মাথা বা লেজ আসবে এটি কী ধরনের ঘটনা?
দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কোনো লেজ না পাওয়ার সম্ভাবনা কত?
দুটি নিরপেক্ষা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
কোনো একটি দৈব পরীক্ষা হতে প্রাপ্ত সম্ভাব্য সকল ফলাফলের সেটকে কী বলে?
নমুনাক্ষেত্র নিয়ে গঠিত ঘটনাকে কী বলে?
নমুনাক্ষেত্রের একটি উপাদান নিয়ে গঠিত ঘটনাকে কী বলে?
সম্ভাবনার সর্বনিম্ন মান কত?
কতকগুলো সম্পূর্ণ ঘটনার সম্ভাবনার যোগফল কত?
STATISTICS শব্দটির অক্ষরগুলোকে এক সাথে নিয়ে কতভাবে সাজানো যাবে?
একটি সার্বিক সেট এবং A, B, C তিনটি উপসেট হলে, এরা-i. বিনিময় সূত্র মেনে চলেii. সংযোগ বিধি মেনে চলেiii. বণ্টন সূত্র মেনে চলেনিচের কোনটি সঠিক?
A = {a, b, c, d, e} সেটটির-i. একটি উপসেট Øii. উপসেট সংখ্যা 32 -iii. প্রকৃত উপসেট সংখ্যা 31 নিচের কোনটি সঠিক?
এক প্যাকেট তাস হতে দৈবভাবে দুইটি তাস টানা হলে তাসদ্বয় একই রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করলে তা 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক না হওয়ার সম্ভাবনা কত?
52টি তাসের প্যাকেট হতে একটি তাস তোলা হলো। তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?
1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে একটি সংখ্যা খুশিমত নিলে সংখ্যাটি 3 বা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
কোনো জরিপে দেখা গেল ৪০% লোক ইত্তেফাক, 70% লোক জনকণ্ঠ এবং 60% লোক উভয় পত্রিকা পড়ে। দৈবভাবে 1 জন লোক বাছাই করলে তার ইত্তেফাক অথবা জনকণ্ঠ পড়ার সম্ভাবনা কত?
40 হতে 50 সংখ্যাগুলো থেকে নিরপেক্ষভাবে একটি সংখ্যা নেওয়া হলো। সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা?
একটি মহল্লার 100 জন ছাত্রের মধ্যে 6 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দৈবভাবে 1 জন ছাত্র বাছাই করা হল। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবার সম্ভাবনা কত?
একটি নিঝুঁকি মুদ্রা দুইবার নিক্ষেপ পরীক্ষায় দুটি হেড পড়ার সম্ভাবনা কত?