10টি দ্রব্য হতে এটি দ্রব্য কতভাবে বাছাই করা যাবে?
STATISTICS শব্দটির অক্ষরগুলোকে এক সাথে নিয়ে কতভাবে সাজানো যাবে?
একটি ঝুড়িতে 3টি লাল, 4টি কালো ও 5টি সাদা মোজা আছে। করিম সাহেব ঝুড়ি হতে 2টি মোজা দৈবভাবে নিলেন। মোজা 2টি কালো রঙের পাওয়ার সম্ভাবনা কত?
একটি বাক্সে 6টি সবুজ, 5টি নীল ও 7টি হলুদ বল আছে। বাক্স হতে 2টি বল দৈবভাবে উত্তোলন করা হলো। দু'টি নীল বল পাবার সম্ভাবনা কত?
একটি ছক্কা তিনবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু কতটি?
সম্ভাবনা একটি-i. সরল রাশিii. আনুপাতিক রাশিiii. একক মুক্ত রাশিনিচের কোনটি সঠিক?
A ও B ঘটনা দুটি অবর্জনশীল ঘটনা হলে-i. P(A∩B)= 0ii. P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)iii. P(A∪B) = P(A) + P(B)নিচের কোনটি সঠিক?
সম্ভাবনার মান-i. 0 থেকে 1 হবেii. প্রকৃত ভগ্নাংশ হবেiii. ধনাত্মক হবেনিচের কোনটি সঠিক?
A ও B দুটি অনির্ভরশীল ঘটনা হলে-i. A ∩ B ≠ Øii. A U B Øiii. P(A).P(B) = P(A∩B)নিচের কোনটি সঠিক?
P(A) =58, P(B)= 35 হলে, A ও B ঘটনাদ্বয় হবে-i. বর্জনশীলii. অবর্জনশীলiii. স্বাধীন অথবা অধীননিচের কোনটি সঠিক?
যদি P(A∩B) = P(A). P(B) হয় তবে A ও B ঘটনাদ্বয় হলো-i. স্বাধীনii. অবর্জনশীলiii. বর্জনশীলনিচের কোনটি সঠিক?
একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় প্রাপ্ত জোড় সংখ্যার ঘটনা A = {2, 4, 6} এবং ও দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনা B = {3, 6} ঘটনাদ্বয় হবে-i. অবর্জনশীলii. অবিচ্ছিন্নiii. অনির্ভরশীলনিচের কোনটি সঠিক?
দুটি ঘটনার গুণন সূত্র কোনটি? [A ও B দুটি ঘটনা]i. P(A∩B)=P(A).P(B)ii. P(A∩B) = P(A).P(B|A)iii. P(A∪B) = P(A) + P(B)নিচের কোনটি সঠিক?
দুইটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে-i. ঘটনা দুটি পরস্পর বর্জনশীল হতে পারবে নাii. কমপক্ষে একটি সাধারণ উপাদান থাকবেiii. ঘটনা দুইটি একত্রে ঘটার সম্ভাবনা শূন্য হবেনিচের কোনটি সঠিক?
A ঘটনাটি B ঘটনা হতে স্বাধীন হলে-i. A∩B=0ii. P(A∩B) = P(B).P(A)iii. P(A | B) = P(A)নিচের কোনটি সঠিক?
যদি C ∪ D = S হয়, তবে C ও D ঘটনান্বয় হবে-
P(A)=0 হলে, এ ঘটনাটি কোন ধরনের ঘটনা?
কোনো ঘটনা ঘটা' ও না ঘটার সম্ভাবনার যোগফল কত?
P(A) = 35 হলে P(Ac) ) = কত?
কতকগুলো সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি কত?