দুধে যেসব ভেজাল দ্রব্য মেশানো হয় তা হলো-i. পানিli. গুঁড়া দুধiii. ফরমালিননিচের কোনটি সঠিক?
ময়দার মধ্যে যেসব ভেজাল দ্রব্য মেশানো হয় সেগুলো হলো-i. নুড়ি পাথরii. হাইড্রোজiii. সস্তা আটানিচের কোনটি সঠিক?
ভোজ্যতেলে ভেজাল হিসেবে মেশানো হয়- i. পেট্রোলii. ঘিiii. মবিলনিচের কোনটি সঠিক?
সয়াবিন তেলের সাথে ভেজাল হিসেবে মেশানো হয়- i. বনস্পতিii. পাম অয়েলiii. নারকেল তেলনিচের কোনটি সঠিক?
খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করতে ব্যাপক প্রচারণা চালাতে হবে-i. পত্রপত্রিকায়ii. রেডিওতেiii. টেলিভিশনেনিচের কোনটি সঠিক?
ফল খাওয়ার বিষয়ে যেসব সাবধানতা অবলম্বন করতে হবে -i. মৌসুমের পূর্বে সরবরাহকৃত ফল না খাওয়াii. খাওয়ার পূর্বে ৩০ মিনিট লবণ মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখাiii. খোসাসহ ফল খাওয়ানিচের কোনটি সঠিক?
আমের যে অবস্থা থেকে বোঝা যাবে যে আম কৃত্রিম কার্বাইড দিয়ে পাকানো - i. গায়ের রং সর্বত্র একই থাকবেii. দেখতে টকটকে কাঁচা হলুদের মত হবেiii. আমের বোঁটা সবুজ হবেনিচের কোনটি সঠিক?
কৃত্রিম উপায়ে কলা পাকানো হলে- i. কলার রং হলুদ হবেii. কলার বোঁটা বেঁকে যাবেiii. কলার বোঁটা গাঢ় সবুজ থাকবেনিচের কোনটি সঠিক?
ভ্রাম্যমান আদালত ভেজাল শনাক্ত করলে সর্বোচ্চ পর্যায় থেকে যেসব শাস্তি দেয়া উচিত -i. জেলii. জরিমানাiii. ব্যবসা নিষিদ্ধ করানিচের কোনটি সঠিক?
চাল ও গমে উপরিউক্ত দ্রব্য মেশানো হয় কেন?
উল্লিখিত বিষয়ে সচেতনতার জন্য প্রয়োজন - i. চাল ও গম ব্যবসায়ীকে উৎসাহ প্রদানii. ভেজালের কুফল সম্পর্কে প্রচারণা চালানোiii. বাজারে ভেজাল শনাক্তকরণের যন্ত্র স্থাপননিচের কোনটি সঠিক?
স্যানিটেশন এর আভিধানিক অর্থ কী?
স্বাস্থ্যরক্ষার জন্য রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার নিমিত্তে যাবতীয় স্বাস্থ্যসম্মত অভ্যাস অনুশীলনকে কী বলে?
পর্যাপ্ত স্যানিটেশন সুবিধার অভাবে আমাদের দেশে প্রতিবছর হাজারে কতজন শিশু মারা যাচ্ছে?
ইউনিসেফের তথ্য মতে, দুর্বল স্যানিটেশনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর ৫ বছরের কম বয়সী কত শিশু মারা যায়?
কোন অসুস্থতার কারণে অপুষ্টিতে ভুগে প্রতিবছর অনেক শিশু দৃষ্টিশক্তি হারায়?
গ্রামাঞ্চলের বেশিরভাগ টিউবয়েলের পানি কী কারণে দূষণযুক্ত?
স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশকে পরিষ্কার রাখার প্রক্রিয়াকে কী বলা হয়?
কোন পানি আমাদের পান করা উচিত?
নদী, পুকুর বা সাপ্লাইয়ের পানি আমাদের কীভাবে পান করা উচিত?