কীসের অভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়?
চোখের রেটিনার কোন কোষ অল্প আলোতে দেখতে সাহায্য করে?
ভিটামিন এ এর মাত্রা কম থাকলে কীসের সংশ্লেষণ কমে যায়?
চোখের সাদা অংশের নাম কী?
ক্যারাটোম্যালেসিয়া কী?
আহনাফের চোখের সাদা অংশে ছোেট চকচকে সাদা দাগ পড়েছে। এই সমস্যাটিকে কী বলে?
অন্ধত্ব নিবারণের জন্য শিশুর বয়স কত মাস পূর্ণ হলে আই.ইউ ক্যাপসুল দিতে হবে?
কোনটি সংশ্লেষণে ভিটামিন এ প্রয়োজন?
ভিটামিন এ এর অভাবে যেসব স্থানের আবরক কলার সুস্থতা নষ্ট হয় - i. জরায়ুii. মূত্রাশয়iii. ত্বকনিচের কোনটি সঠিক?
ভিটামিন এ এর অভাব থেকে মুক্ত থাকতে হলে - i. গর্ভাবস্থায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবেii. শাকসবজির উৎপাদন বাড়াতে হবেiii. মেনুতে দামি খাবার রাখতে হবেনিচের কোনটি সঠিক?
ভিটামিন এ রেটিনল রূপে থাকে- i. ডিমেii. মাখনেiii. সবুজ শাকসবজিতেনিচের কোনটি সঠিক?
ভিটামিন এ ক্যারোটিনরূপে থাকে- i. হলুদ রঙের শাকসবজিতেii. দুধেiii. হলুদ রঙের ফলেনিচের কোনটি সঠিক?
শিক্ষক আনিকাদের ক্লাসে ভিটামিন 'এ' এর অভাবজনিত অবস্থা সম্পর্কে আলোচনা করলেন। এ অবস্থাগুলো হলো- i. চোখের উজ্জ্বলতা নষ্ট হয়ii. অল্প আলোতে দেখার ক্ষমতা নষ্ট হয়iii. রিকেট রোগ দেখা দেয়নিচের কোনটি সঠিক?
কনজাংটিভাল জেরোসিস হলো- i. চোখে পর্যাপ্ত পানি থাকাii. কনজাংটিভা শুষ্ক হওয়াiii. কনজাংটিভার উজ্জ্বলতা নষ্ট হওয়ানিচের কোনটি সঠিক?
ক্যারাটোম্যালেসিয়ার ফলে - i. কর্নিয়া নিস্তেজ হয়ে পড়েii. কনজাংটিভা ফেটে যায়iii. রোগী অন্ধ হয়ে যায়নিচের কোনটি সঠিক?
মাজেদা বেগম গর্ভবর্তী। তার সন্তানকে কোয়াশিয়রকর রোগ থেকে রক্ষার জন্য তিনি কী জাতীয় খাদ্য গ্রহণ করবেন?
কোন রোগে দেহ হাড্ডিসাম্যারাসমাসর হয়?
মাংসপেশি শীর্ণ হয়ে হাত, পা সরু দেখায় কোন রোগে?
কোয়াশিয়রকর ও ম্যারাসমাস প্রতিরোধে শিশুদের জন্য খাদ্যের কত অংশ প্রাণিজ প্রোটিনের ব্যবস্থা করতে হবে?
সাধারণত কত বছরের শিশুদের ম্যারাসমাস রোগটি বেশি হয়?