ম্যারাসমাস রোগের লক্ষণ হলো- i. শিশুর রক্তস্বল্পতা দেখা দেয়ii. ঘন ঘন ক্ষুধা লাগেiii. ঘন ঘন ডায়রিয়া হয়নিচের কোনটি সঠিক?
কোন খাদ্য উপাদানটি সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে?
ফ্যাট গঠিত হয় কীসের সমন্বয়ে?
স্নেহ জাতীয় পদার্থ কোনটি থেকে হালকা?
অবস্থার ওপর ভিত্তি করে স্নেহ পদার্থকে কত ভাগে ভাগ করা হয়?
যে স্নেহ স্বাভাবিক উষ্ণতায় ও চাপে কঠিন অবস্থায় থাকে তাকে কী বলে?
যে সব স্নেহ স্বাভাবিক উষ্ণতা ও চাপে তরল অবস্থায় থাকে তাকে কী বলে?
সাধারণত কোন স্নেহ কঠিন অবস্থায় থাকে?
গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে স্নেহ পদার্থকে কত ভাগে ভাগ করা যায়?
যেসব স্নেহ পদার্থকে বিশ্লেষণ করলে শুধুমাত্র ফ্যাটি এসিড ও গ্লিসারল পাওয়া যায় সেগুলোকে কী বলে?
যেসব স্নেহ পদার্থকে বিশ্লেষণ করলে গ্লিসারল ও ফ্যাটি এসিড ছাড়াও অন্যান্য উপাদান পাওয়া যায় সেগুলোকে কী বলে?
যেসকল কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে কী বলে?
পলি অর্থ কী?
অনেকগুলো মনোস্যাকারাইড অণু নিয়ে কী গঠিত হয়?
মনোস্যাকারাইডের উদাহরণ কোনটি?
ডাইস্যাকারাইডের উদাহরণ কোনটি?
কোন খাদ্য উপাদানটি কিটোসিস রোগ থেকে রক্ষা করে?
মস্তিষ্কের কাজে বিঘ্ন ঘটে কোনটির অভাবে?
কার্বোহাইড্রেটের অভাবে স্নেহ পদার্থ দহনের ফলে কোন বিষাক্ত পদার্থটি উৎপন্ন হয়?
কার্বোহাইড্রেটের অভাবে কোনটি দেখা দেয়?