রিতুর ভাইয়ের বয়স ৪ বছর। তার জন্যে অতিরিক্ত অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
উদ্ভিজ্জ উৎসে শতকরা কত ভাগ প্রোটিন থাকে?
খাদ্যের কোন উপাদানটি দেহ গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন করে?
শিশুদের বুদ্ধির বিকাশ ব্যাহত হয় কীসের অভাবে?
রক্তের প্রধান উপাদান কী?
দেহের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে কোনটি?
ফিব্রিন তৈরি হয় কী থেকে?
চুল ও চামড়ার স্বাভাবিক রং বজায় রাখে কোনটি?
১ গ্রাম প্রোটিন কত কিলোক্যালরি শক্তি উৎপাদন করে?
প্রোটিন দিয়ে তৈরি হয়-i. এনজাইমii. হরমোনiii. পিত্তলবণনিচের কোনটি সঠিক?
প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড হলো-i. আইসোলিউসিনii. ভ্যালিনiii. আরজিনিননিচের কোনটি সঠিক?
রোগ প্রতিরোধক ক্ষমতা ও জীবাণু ধ্বংসের জন্য প্রোটিন তৈরি করে -i. অ্যান্টিবডিii. অ্যান্টিজেনiii. পিত্তলবণনিচের কোনটি সঠিক?
জারিনের বাবার যকৃতের বিভিন্ন স্থানে চর্বি জমেছে। তার কোন খাদ্য উপাদানের অভাবে উক্ত সমস্যাটি হয়েছে?
প্রোটিনের অভাবে বয়স্কদের কোন রোগ হয়?
প্রোটিন ও ক্যালরির অভাবজনিত অপুষ্টিকে সংক্ষেপে কী বলে?
কোয়াশিয়রকর শব্দের অর্থ কী?
অতি শৈশবে শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হলে কোন রোগ হয়?
মা ঘন ঘন সন্তান জন্ম দিলে শিশুদের কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির বৈশিষ্ট্য হলো- i. ওজন বেশি হবেii. রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবেiii. অধিক পরিশ্রম করার ক্ষমতা থাকবেনিচের কোনটি সঠিক?
যত বছর দেহ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তত বছর অধিক প্রয়োজন হয়- i. প্রোটিনii. খনিজ লবণiii. স্নেহনিচের কোনটি সঠিক?