প্রতি কিলোগ্রাম দেহের ওজনের জন্য একজন স্ত্রী লোকের প্রতি ঘণ্টায় কত ক্যালরি ব্যয় হয়?
জায়েদ অল্প পরিশ্রমের কাজ করে। তার ক্যালরির চাহিদা কত?
অল্প পরিশ্রমী নারীর দৈনিক ক্যালরির চাহিদা কত?
স্বাভাবিক পরিশ্রমী একজন পুরুষের দৈনিক ক্যালরি চাহিদা কত হয়?
মিসেস আলেয়া প্রতিদিন স্বাভাবিক পরিশ্রম করে থাকেন। তার দৈনিক ক্যালরি চাহিদা কত?
একজন প্রসূতির দৈনিক ক্যালরি চাহিদা কত?
কোন বিজ্ঞানী পরীক্ষা করে দেখেন যে কার্বোহাইড্রেট ও প্রোটিন গ্রহণের পর শক্তি উৎপন্ন হয় ও কিছু শক্তি ব্যয় হয়?
বিজ্ঞানী রুবনারের মতে ১০০ গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণের পর কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
বিজ্ঞানী রুবনারের মতে ১০০ গ্রাম প্রোটিন থেকে কত কিলোক্যালরি শক্তি উৎপন্ন হয়?
খাদ্যের পরিপাক ও শোষণকালে দেহের বিপাকীয় গতি বৃদ্ধি পায় এবং সেই সাথে তাপ উৎপন্ন ও ব্যয় হয়। একে কী বলা হয়?
কোন বিজ্ঞানী ক্যালরি চাহিদায় খাদ্যের প্রভাবকে করের সাথে তুলনা করেছেন?
প্রোটিনের বিশেষ চলক্রিয়া এর ক্যালরি মূল্যের শতকরা কত ভাগ বেশি?
ফ্যাটের S.D.A ক্যালরি মূল্যের শতকরা কত ভাগ বেশি?
সাধারণত দেহে যতটুকু ক্যালরি প্রয়োজন খাদ্যের বিশেষ চলক্রিয়ার জন্য আরও অতিরিক্ত কত ক্যালরি তার সাথে যুক্ত করতে হয়?
গর্ভাবস্থায় কত ক্যালরি দরকার?
জীবকোষে সংঘটিত জৈবিক ক্রিয়া হলো-
i. শ্বসন
ii. কৌশিক সংশ্লেষণ
iii. হৃৎপিণ্ডের সংকোচন
নিচের কোনটি সঠিক?
মাঝারি পরিশ্রমের কাজ হলো-
i. সাইকেল চালানো
ii. খেলাধুলা করা
iii. হাঁটাচলা করা
ভারি কাজের অন্তর্ভুক্ত হলো-
i. রিকশা চালানো
ii. সাঁতার কাটা
iii. গাছ কাটা
১০০ ক্যালরি তাপ উৎপন্ন হয়-
i. ২৫ গ্রাম প্রোটিন খেলে
ii. ৫ গ্রাম স্নেহ খেলে
iii. ২৫ গ্রাম কার্বোহাইড্রেট খেলে
প্রাপ্ত বয়সের তুলনায় বাড়ন্ত বয়সে বেশি হয়-
i. মৌল বিপাক হার
ii. খেলাধুলাজনিত শক্তি ব্যয়
iii. শক্তি সঞ্চয়