পরিশ্রমী ব্যক্তির শ্রমের মাত্রার সাথে নির্ভরশীল- -
i. অক্সিজেন গ্রহণ
ii. রক্তসঞ্চালন
iii. পেশির টান
নিচের কোনটি সঠিক?
হালকা পরিশ্রমের কাজ হলো-
i. হাঁটাচলা
ii. ঘর গৌঁছানো
iii. সাঁতার কাটা
যুবকদের মৌল বিপাক হার কাদের তুলনায় বেশি?
পূর্ণবয়স্ক ব্যক্তির তুলনায় শিশুদের বিপাক হার শতকরা কত ভাগ বেশি থাকে?
জন্মের কয়েক মাস পর থেকে কোনটি সর্বাপেক্ষা বেশি বেড়ে যায়?
কত বছর বয়স থেকে মৌল বিপাক হার ধীরে ধীরে হ্রাস পায়?
নারীদের তুলনায় পুরুষদের মৌল বিপাক হার শতকরা কত ভাগ বেশি হয়?
দেহের কোন গ্রন্থি থেকে নিঃসৃত রস বিপাক হারকে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করে?
কোন হরমোন দেহের সকল প্রকার গতিকে প্রবলভাবে প্রভাবিত করে?
কোন হরমোন অধিক পরিমাণে নিঃসৃত হলে মৌল বিপাক স্বাভাবিকের তুলনায় দ্রুততর হয়?
পুষ্টিকর খাদ্যের অভাবে ও অনাহারে মৌল বিপাক কী পরিমাণ হ্রাস পায়?
দেহের স্বাভাবিক তাপমাত্রা থেকে অতিরিক্ত প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপে মৌল বিপাক হার কী পরিমাণ বাড়ে?
শ্বেতাঙ্গদের তুলনায় বিপাক হার বেশি হয় কাদের?
মাসিকের পূর্বে মহিলাদের বিপাক হার কেমন থাকে?
গর্ভাবস্থার শেষ ভাগে মৌল বিপাক কী পরিমাণ বৃদ্ধি পায়?
থাইরক্সিন হরমোনে কোনটি থাকে?
থাইরয়েড হরমোনের অভাবে বড়দের কোন রোগ হয়?
খাদ্য উপাদানগুলোর রাসায়নিক শক্তির শতকরা কত ভাগ কর্মশক্তিতে ব্যয় হয়?
খাদ্য উপাদানগুলোর রাসায়নিক শক্তির শতকরা কত ভাগ তাপ হিসেবে বের হয়?
প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত কিলোক্যালরি পাওয়া যায়?