সর্বনিম্ন শক্তির পরিমাপ বলতে কী বোঝায়?
খাদ্য গ্রহণের কত ঘণ্টা পরে বিশ্রামরত অবস্থার ব্যয়িত তাপশক্তির হার দ্বারা মৌল বিপাক পরিমাপ করা হয়?
প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি কিলোগ্রাম ওজনে, প্রতি ঘণ্টায় মৌল বিপাক হার কত কিলোক্যালরি হিসেবে দৈনিক ক্যালরির চাহিদা নির্ণয় করা হয়?
বর্তমানে ক্যালরির পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?
খাদ্য থেকে পাওয়া যায়-
i. তাপ
ii. বিদ্যুৎ
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
মানবদেহে তাপ উৎপাদন করে-
i. কার্বোহাইড্রেট
ii. প্রোটিন
iii. স্নেহ
জীবন ধারণের জন্য অত্যাবশ্যক হলো-
i. শ্বসন
ii. রক্তসঞ্চালন
iii. গাজন
শক্তির চাহিদার পার্থক্য হয়-
i. লিঙ্গভেদে
ii. বয়সভেদে
iii. শারীরিক অবস্থাভেদে
মানুষ সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকলেও কার্যকারিতা অব্যাহত থাকে -
i. ফুসফুসের
ii. হৃৎপিণ্ডের
iii. বৃক্কের
সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় শুধু দেহের অভ্যন্তরীণ কার্যকলাপের জন্য যে ন্যূনতম শক্তি ব্যয় হয় তাকে কী বলে?
মৌলিক বিপাকের জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে কী বলে?
দেহের অপরিহার্য জৈব ক্রিয়াগুলোকে অব্যাহত রেখে জীবন ধারণের জন্য যে শক্তি উৎপন্ন ও ব্যয় হয় তাকে কী বলে?
প্রতি ঘণ্টায় প্রতি বর্গমিটার দেহপৃষ্ঠের ক্ষেত্রফলে যে পরিমাণ ক্যালরি ব্যয় হয় তাকে কী বলে?
মধ্যম বয়সের (২০-৩০ বছর) ব্যক্তিদের গড় মৌল বিপাক হার কত?
সুস্থ স্বাভাবিক ওজন ও উচ্চতাসম্পন্ন নারীর দৈহিক মৌল বিপাকের জন্য কত ক্যালরি ব্যয় হয়?
সুস্থ স্বাভাবিক ওজন ও উচ্চতাসম্পন্ন পুরুষের দৈহিক মৌল বিপাকের জন্য কত ক্যালরি ব্যয় হয়?
হাঁটাচলা, বই পড়া, ঘর গোছানো ইত্যাদি কাজের জন্য প্রতি ঘণ্টায় শক্তির চাহিদা গড়ে কত?
সাইকেল চালানো, জোরে হাঁটা, খেলাধুলা করা ইত্যাদি কাজের জন্য গড়ে কত ক্যালরি প্রয়োজন?
ভারি কাজের জন্য প্রতি ঘণ্টায় গড়ে কত ক্যালরি ব্যয় হয়?
সাদমান কোন পদ্ধতিতে লেখাপড়া করে?