আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে নিচের কোন পদ্ধতিতে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটবে?
বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন সম্পর্কে অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে?
বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হতে পারে-i. কোনো অংশীদারের মৃত্যু হলেii. দেউলিয়া ঘোষিত হলেiii. কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে
নিচের কোনটি সঠিক?
অংশীদারিত্বের বাধ্যতামূলক সমাপ্তি ঘটার কারণ-i. একজন ব্যতীত সকল অংশীদারের দেউলিয়া হওয়াii. এমন কিছু ঘটে যার ফলে ব্যবসায় বেআইনি হয়ে যায়iii. ব্যবসায়ে পর পর কয়েক বছর ক্ষতি হওয়ানিচের কোনটি সঠিক?
অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটে-i. অংশীদারগণের মধ্যে আস্থাহীনতাii. অংশীদারগণের মধ্যে বিশ্বাসের অভাবiii. অংশীদারগণের মধ্যে বিরোধ দেখা দিলে
উদ্দীপকে ‘আলো এন্টারপ্রাইজ' কোন ধরনের ব্যবসায় সংগঠন?
উদ্দীপকে ‘আলো এন্টারপ্রাইজ'-এর বিলোপসাধন কীভাবে ঘটবে?
২০০৫ সালে জনাব জলিলের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায় ছিল?
২০০৬ সালে জনাব জলিলের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায়ে রূপ নেয়?
তাদের ব্যবসায়ের চুক্তিপত্রের শর্ত কীভাবে পরিবর্তন করবে?
উদ্দীপকের ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-
উদ্দীপকে বর্তমানে জনাব রিয়ান ও তপনের ব্যবসায়টি কোন ধরনের সংগঠন?
উদ্দীপকে তাঁদের পূর্বের ব্যবসায়ে সফলতা না পাওয়ার কারণ—i. ঋণের সুযোগ না থাকাii. উভয়ের ওপরই দায়-দেনার ভার থাকাiii. জনগণের বিশ্বাসের অভাবনিচের কোনটি সঠিক?
একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের সীমাবন্ধতা কাটিয়ে কোন ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
কোন ব্যবসায় সংগঠনটি আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়?
যৌথমূলধনী ব্যবসায় কীসের ভিত্তিতে সৃষ্টি হয়?
কোন কোম্পানির প্রবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে?
জেমস ওয়ার্টের বাষ্পীয় ইঞ্জিন একটি—
কখন শিল্পবিপ্লব ঘটে?