কোম্পানি ব্যবসায়ের সদস্যদের দায় কীরূপ?
কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
আধুনিক জগতে অপূর্ব ও অভিনব সংগঠনটি কী?
নিচের কোনটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন?
চিরন্তন অস্তিত্ব কোন কারবারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য?
কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায় থেকে আলাদা কীভাবে?
কোম্পানির নামের সাথে লিমিটেড Ltd. শব্দ থাকার অর্থ কোনটি?
কোন ব্যবসায় নিজের নামে চুক্তিবদ্ধ হতে বা অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে?
আইনের চোখে কোনটির অস্তিত্ব চিরন্তন ?
মি. করিম শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানির একজন শেয়ারহোল্ডার। তিনি প্রতিটি ১,০০০ টাকা দামের ৫টি শেয়ার ক্রয় করেন কোম্পানিতে তার দায়ের সীমা কত?
পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
পাবলিক লি. কোম্পানির জন্যে ন্যূনতম কতজন প্রবর্তকের প্রয়োজন?
কোন কোম্পানির সদস্যগণ শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারে?
শেয়ার বিক্রি করতে পারে কোন কোম্পানি?
কোন ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে শেয়ার মালিকানা হস্তান্তরযোগ্য এবং সদস্যদের দায় সীমাবদ্ধ?
কোম্পানি ব্যবসায়ে অধিক মূলধনের সমাবেশ ঘটার কারণ-i. অধিক সদস্যসংখ্যা হওয়ায়ii. শেয়ার বিক্রির সুযোগ থাকায়iii. ঋণ না পাওয়ায়নিচের কোনটি সঠিক?
যৌথমূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?i. আইনসৃষ্টii. স্বেচ্ছামূলক প্রতিষ্ঠানiii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী
নিচের কোনটি সঠিক?
কোম্পানি সংগঠন বলতে বোঝায়i. আইন দ্বারা সৃষ্ট কোম্পানিকেii. পৃথক অস্তিত্বসম্পন্ন কোম্পানিকেiii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী কোম্পানিকে
যৌথমূলধনী ব্যবসায়ের গঠন—i. বেশ জটিলii. আনুষ্ঠানিকতাপূর্ণiii. খুব সহজ ও সাবলীল
কোম্পানি ব্যবসায়ের পরিচালনা ও ব্যবস্থাপনায় অনুসরণ করা হয়--i. গণতান্ত্রিক রীতিনীতিii. মূল্যবোধiii. শিক্ষাব্যবস্থা