যৌথমূলধনী কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য-i. ব্যবসায় একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠানii. কোম্পানির মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদাiii. কোম্পানি ব্যবসায়ের সদস্যগণের দায় সীমিতনিচের কোনটি সঠিক?
যৌথমূলধনী ব্যবসায় কয় ধরনের হতে পারে ?
শেয়ার বিক্রয় পদ্ধতি উল্লেখ থাকে কীসে ?
কোন ব্যবসায় প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন হতে হয়?
কোন কোম্পানি পরিচালনার জন্য কমপক্ষে ২জন পরিচালক থাকতে হবে?
প্রাইভেট লি. কোম্পানির নিবন্ধনের জন্য কতজন প্রবর্তককে আবেদন করতে হয়?
পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে কয়জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়?
ঘরোয়া সীমিত দায়সম্পন্ন কোম্পানি কোনটি?
মি. জামিল হাসানের নিকট এমন একটি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে যা তিনি ইচ্ছা করলেই বিক্রয় করতে পারেন। তার নিকট কোন ধরনের প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে?
পাবলিক লি. কোম্পানির পরিচালকের সংখ্যা ন্যূনতম কতজন?
কোন কোম্পানি ঋণপত্র বিক্রি করতে পারে?
১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী একই পরিবারের পাঁচ সদস্য মিলে একটি ব্যবসায়ের নিবন্ধন করান। তাদের ব্যবসায়টি কোন ধরনের?
__কোম্পানির বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনসাধারণকে শেয়ার - ক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে।
অধিক পুঁজির প্রতিষ্ঠান কোনটি?
'ক' কোম্পানি লিমিটেড জাপানে গঠিত ও নিবন্ধিত হয়। পরবর্তীতে বাংলাদেশে কার্য পরিচালনার জন্য বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন অনুযায়ী পুনরায় নিবন্ধিত হয়। 'ক' কোম্পানি একটি-
প্রাইভেট লি. কোম্পানি-i. সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধii. শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়iii. শেয়ারহোল্ডারদের দায় অসীম
কোনটি সঠিক ?
পাবলিক লি. কোম্পানি- i. শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করতে পারেii. ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানাতে পারে না।iii. শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে
নিচের কোনটি সঠিক?
পাবলিক লি. কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য-i. সর্বনিম্ন সদস্যসংখ্যা ৭ জনii. সর্বোচ্চ সদস্যসংখ্যা শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধiii. সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন
উন্নত প্রযুক্তিসমৃদ্ধ শিল্পকারখানা গড়ে তুলতে কোন সংগঠন বেশি উপযুক্ত?
কোন ব্যবসায়ের ব্যবস্থাপনায় নিয়তই নবতর দক্ষতার সংযোগ ঘটে?