কোন ব্যবসায় সংগঠনটি আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়?
শাহানা একজন শেয়ার ব্যবসায়ী। তিনি জয়িতা হাউজের ৫১% শেয়ার ক্রয় করলেন। জয়িতা হাউজকে সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য তিনি ঋণ সহায়তা গ্রহণ করলেন। শাহানা জয়িতা হাউজের শেয়ার ক্রয় করে কী হিসেবে বিবেচিত হবেন?
নৌ বিমাচুক্তির দলিলকে কী বলা হয়?
নৈতিকতা শব্দটি কোন শব্দ হতে উদ্ভব হয়েছে?
সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি ?