অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কীসের ওপর নির্ভরশীল?
কোন আইনে অংশীদারি ব্যবসায়ের চুক্তি ও নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয় নি?
নিবন্ধিত হলেও কোন ব্যবসায়ে কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না?
দেউলিয়া অংশীদারের দায় কে বহন করে?
রহিম ও করিম ২০১০ সালে চুক্তিবদ্ধ হয়ে একটি পুকুর ৪ বছরের জন্য লীজ নিয়ে মাছের চাষ শুরু করেন। ৪ বছর পর পুকুরের মালিক পুকুর লীজ নবায়ন না করায় তাদের ব্যবসায় বন্ধ হয়ে যায়। উক্ত ব্যবসায় অংশীদারি আইনের কত ধারা অনুযায়ী বিলোপসাধন হবে-
জনাব শিবলীর অংশীদারিত্বের ধরন কোনটি?
উক্ত ব্যবসায়ে জনাব শিবলীর দায় কীরূপ হবে?
অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রে কয়টি বিষয়ের উল্লেখ করতে হয়?
Sleeping Partner কী?
নিবন্ধন পেলে ব্যবসায় আরম্ভ করতে পারে-i. একমালিকানা ব্যবসায়ii. প্রাইভেট লিমিটেড কোম্পানিiii. পাবলিক লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন করার সময় যে আবেদনপত্র দাখিল করতে হয় উক্ত পত্রটিতে—i. অংশীদারদের মনোনীত যেকোনো একজন কর্তৃক স্বাক্ষর করতে হয়ii. সকল অংশীদার কর্তৃক স্বাক্ষরিত হতে হয়iii. যথাযথভাবে পূরণপূর্বক তারিখ ও স্বাক্ষর প্রদান করতে হয়
অংশীদারি ব্যবসায় নিবন্ধন করার জন্য আবেদনপত্রের সাথে উল্লেখ করতে হয়-i. অংশীদারি প্রতিষ্ঠানের নামii. প্রধান কার্যালয়ের ঠিকানাiii. শাখা কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা
সাধারণভাবে অংশীদারি ব্যবসায়ে অংশীদার কত ধরনের হয়ে থাকে?
কোন ধরনের অংশীদারের দায় সসীম?
কোন অংশীদার ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকেন না?
কোন ধরনের অংশীদারের দায় অসীম?
কোন অংশীদারের দায় অসীম নয়?
কোন অংশীদারের দায় ব্যবসায়ে নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ?
মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে হলে কীসের প্রয়োজন হবে?
নামমাত্র অংশীদার কোন ব্যক্তি?