খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে গো-খাদ্য তৈরিতে ইউরিয়া ও পানির পরিমাণ কত?
সাধারণত একটি গরুকে প্রতিদিন কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে?
গরু মোটাতাজাকরণে ৩টি গরুকে দৈনিক কী পরিমাণ ঝোলাগুড় খড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে?
গরু মোটাতাজাকরণে প্রতিটি গরুর জন্য বাসস্থানে কত বর্গমিটার জায়গার প্রয়োজন হয়?
গরুকে ইউরিয়া ও ঝোলাগুড় খাওয়ানো হয় -
i. খড়ের সাথে মিশিয়ে
ii. কাঁচা ঘাসের সাথে মিশিয়ে
iii. দানাদার খাদ্যের সাথে মিশিয়ে
নিচের কোনটি সঠিক?
ভিটামিন ও খনিজ লবণসমৃদ্ধ গোখাদ্য হলো—
i. কাঁচা ঘাস
ii. হাড়ের গুঁড়া
iii. ঝোলাগুড়
ছালামের গরুগুলোকে প্রতিদিন কত কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হয়?
উদ্ভূত পরিস্থিতিতে ছালামের কোন পদক্ষেপ নেওয়া উচিত?
রহিমের গরুগুলোর জন্য কী পরিমাণ ঝোলাগুড় দরকার?
রহিমের উদ্দেশ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো —
i. বলদ গরু ক্রয় করা
ii. বাসস্থান নির্মাণ ও খাদ্য সরবরাহ করা
iii. সংক্রামক রোগের টিকা প্রদান করা
ধান গাছের বাদামি দাগ রোগ কী ধরনের?
কোন রোগের ফলে উদ্ভিদের পাতা ঝলসে যায়?
ধ্বসা রোগ কোন ফসলের জন্য মারাত্মক?
মোজাইক রোগের কারণ কী?
পাতা কুঁকড়িয়ে যাওয়া রোগ কোন উদ্ভিদের হয়?
ফসলের পাতায় ছোপ ছোপ রং কী রোগের লক্ষণ?
কোন ফসলটি মোজাইক রোগে আক্রান্ত হয়?
ঢলে পড়া রোগ কোন উদ্ভিদে হয়?
পাতা কুঁকড়ে যাওয়া রোগ কোনটি দ্বারা হয়?
বীজ শোধন করার কারণ কী?
বীজ শোধন করতে কোনটি ব্যবহার করা হয়?
রোগ প্রতিরোধে কোন পদক্ষেপটি সর্বপ্রথম গ্রহণ করতে হয়?
মোজাইক রোগ দেখা যায় –
i. ঢেড়শ
ii. বেগুন
iii. মুগ
ধানগাছে বাদামি দাগ রোগের কারণে ফসলের কাণ্ড ও পাতায় দাগ হয় –
i. বেগুনি
ii. কালো
iii. গাঢ় বাদামী
ধ্বসা রোগ হয় —
i. ধানে
ii. আলুতে
iii. বেগুনে
ফসলের রোগ প্রতিরোধের জন্য কী করা উচিত?
i. জমি আগাছামুক্ত রাখা
ii. মাটি আলগা না করা
iii. মাটি শোধন করা
উদ্দীপকে উল্লিখিত রোগটি আর কোন ফসলে হয়?
জালালের সবজি ক্ষেতের উক্ত রোগ প্রতিরোধের জন্য রোগাক্রান্ত গাছ—
i. তুলে ফেলতে হবে
ii. মাটিতে পুঁতে ফেলতে হবে
iii. আগুনে পুড়িয়ে ফেলতে হবে
উদ্দীপকের ফসলটি কোন রোগে আক্রান্ত?
উল্লিখিত রোগটি মূলত আক্রান্ত করে উদ্ভিদের—
i. কাণ্ড
ii. শিকড়
iii. ফুল
হাসিনা বেগম মাটির উপর কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করবেন?
উক্ত ব্যবস্থাপনা গ্রহণের ফলে –
i. রোগ জীবাণুর বিস্তার রোধ হবে
ii. সুস্থ ও জীবিত পশু আক্রান্ত হবে না
iii. পরিবেশ দূষিত হবে
মৃত মাছ সৎকারে নিচের কোনটি ব্যবহার হয়?
মৃত পশুকে কত ফুট গভীর গর্তে মাটি চাপা দিতে হবে?
মৃত পশুর রোগ জীবাণু কীসের মাধ্যমে সুস্থ পশুকে আক্রান্ত করে?
মৃত মাছ সৎকারের জন্য গর্তটি—
i. তিন ফুট গভীর
ii. মাছের সংখ্যা অনুযায়ী প্রশস্ত
iii. ৫ ফুট প্রশস্ত
মাঠ ফসল বহুমুখীকরণের প্রধান উদ্দেশ্য কতটি?
জমিতে সারাবছর কী কী ফসল চাষ করবেন তা কোন বিষয়ের ওপর নির্ভর করে?
ফসল বিন্যাসে শিম জাতীয় ফসল অন্তর্ভুক্ত করলে কোনটির ওপর নির্ভরশীলতা কমে?
শূন্য চাষে কৃষকের কত সপ্তাহ সময় বাঁচে?
কোন পদ্ধতিতে চাষ করলে মাটির গঠন উন্নত হয়?
আমাদের দেশের কৃষকরা সাধারণত কোন ফসলের ক্ষেতে রিলে চাষ করেন?
ফসলবিন্যাসে কোন জাতীয় ফসলের চাষ করলে রাসায়নিক সারের চাহিদা কম লাগে?
মাঠ ফসল বহুমুখীকরণের উদ্দেশ্য হলো—
i. বীজের সাশ্রয় করা ও উৎপাদন খরচ কমানো
ii. কৃষকের আয় বৃদ্ধি করা
iii. ফসলের জাতের উন্নয়ন ঘটানো
ফসল বিন্যাসে বিবেচনা করা হয় –
i. মাটির গুণাগুণ ও পানির প্রাপ্যতা
ii. জমির পরিমাণ ও সীমানা
iii. শস্যের জাত ও চাষ পদ্ধতি
মিশ্র ও সাথি ফসল—
i. ভিন্ন ভিন্ন সময়ে পাকে
ii. ভিন্নভাবে বাড়ে
iii. মাটির একই সর হতে খাদ্য আহরণ করে