শূন্য চাষে কৃষকের কত সপ্তাহ সময় বাঁচে?
বীজ নিরাপদ আর্দ্রতার মাত্রার কম শুকালে -
i. ভ্রূণের ক্ষতি হতে পারে
ii. জীবাণুর সংক্রমণ ঘটতে পারে
iii. পোকার আক্রমণ ঘটতে পারে
নিচের কোনটি সঠিক?
বীজ সংরক্ষণের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাবক হলো-
i. আর্দ্রতা
ii. উচ্চ তাপ
iii. তীব্র রশ্মি
বীজ সংরক্ষণের জন্য বীজপাত্রের গায়ে লাগাতে হবে —
i. বীজের পরিচয়
ii. পাত্রস্থ করার তারিখ
iii. যিনি সংরক্ষণ করলেন তার স্বাক্ষর
ধান বীজ ঠিকমতো শুকানো হলো কিনা তা পরীক্ষা করা যায়—
i. দাঁতে কাটতে গেলে 'কট' শব্দ হলে
ii. বীজ পাল্লায় মেপে ওজন করে
iii. বীজের স্তূপে আর্দ্রতা পরিমাপক যন্ত্র ঢুকিয়ে
দাঁতে না কেটে রেজাউল মিয়া আর কী করতে পারতেন?