'সুখ কোথায় পাব?'- কার উক্তি?
নাটিকায় দ্বিতীয় দৃশ্যটি কোন স্থানে সংঘটিত হয়েছে?
'সুখী মানুষ' নাটিকায় কয়টি গ্রাম খুঁজে একজনও সুখী মানুষ পাওয়া গেল না?
কারা সুখী মানুষের ফতুয়া খুঁজতে বেরিয়েছে?
বিশাল সম্পত্তি, তিনটি চালকল, দুটি হোটেলের মালিক হবার পরও টুনু মিঞার মনে শাস্তি নেই। তার আরও চাই। উদ্দীপকের টুনু মিঞার সাথে 'সুখী মানুষ' নাটিকার সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?
'সুখ বড় কঠি্ন জিনিস'- মন্তব্যটি কার?
রহমতের মতে, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে কে?
'দিন আনি দিন খাই, মনের সুখে গান গাই' – চরণে প্রকাশিত চেতনা কোন চরিত্রে মেলে?
সুখী মানুষটি কী কাজ করে?
‘এক ঘুমেই রাত কাবার' - এখানে 'রাত কাবার' দ্বারা কী বোঝানো হয়েছে?
'এক ঘুমেই রাত কাবার'- কার?
সুখী মানুষটির চোরের ভয় নেই। কারণ —
সুখী মানুষ নাটিকায় সোনা-দানা, জামা-জুতার কথা শুনে কে প্রাণ খুলে হেসেছিল?
সুখী লোকটি নিজেকে 'সুখের রাজা, মস্ত বড় বাদশা' বলেছিল কারণ তার উপাৰ্জন ছিল—
সুখী মানুষকে তার জামাটির জন্য রহমত প্রথমে তাকে কত টাকা বকশিশ দিতে চেয়েছিল?
বনের লোকটি কেন নিজেকে 'সুখী' মনে করে?
রহিম একজন রিকশাচালক। সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন তা দিয়ে চাল-ডাল কিনে খেয়েদেয়ে প্রশান্তির ঘুম দেন। তার কোনো দুশ্চিন্তা নেই। নিজেকে তিনি সুখী মানুষ হিসেবেই ভাবেন। রহিম চরিত্রের সাথে 'সুখী মানুষ' নাটিকার কোন চরিত্রের মিল পাওয়া যায়?
‘আমার ঘরে কিছু নাই। সেই জন্যই তো আমি সুখী মানুষ'— উক্তিটির তাৎপর্য কী?
'আমার ঘরে কিছু নাই।'- উক্তিটি কার?
হাসুর মতে মোড়ল কেন সুখ পাবে না?
i. অন্যেরমনে দুঃখ দিলে সুখ পাওয়া যায় না
ii. মানুষের কান্না দেখলে মোড়লহাসে
iii. মোড়লঅত্যাচারী, পাপী
নিচের কোনটি সঠিক?
'সুখী মানুষ' নাটিকাটিতে মোড়লের যে স্বভাব বৈশিষ্ট্য হলো—
i. লোভী
ii. পাপী
iii. অত্যাচারী
'সুখী মানুষ' নাটিকার হাসু কেন মোড়লের মৃত্যু কামনা করে?
i. মোড়ল অত্যাচারী ও পাপী বলে
ii. মোড়ল হাসুর মুরগি জবাই করে খেয়েছে বলে
iii. মোড়লের হাতে হাসু মার খেয়েছে বলে
মোড়ল ধনী হয়েছে যেভাবে –
i. মানুষের গরু কেড়ে নিয়ে
ii. মানুষের ধন লুট করে
iii. রাতের আঁধারে গুপ্তধন পেয়ে
মোড়ল প্রতিজ্ঞা করে –i. মিথ্যা বলবে না।ii. লোড করবে নাiii. মানুষকে অত্যাচার করবে না
'সুখী মানুষ' নাটক অনুসারে মানুষের অসুখী হওয়ার প্রকৃত কারণ—i. লালসা ii. সম্পদiii. অত্যাচার
কবিরাজ সুখী মানুষের ফতুয়া সংগ্রহ করতে বললেন –
i. মোড়লের অসুখ ভালো করার জন্যii. মোড়লকে শান্তি দেওয়ার জন্যiii. মোড়লের সম্পদ বৃদ্ধির জন্য
'সুখী মানুষ' নাটিকায় উল্লিখিত লোকটির সুখী হওয়ার কারণ—
i. তিনি সৎপথে উপার্জন করেন
ii. তিনি নির্লোভী
iii. তিনি অল্পতে সন্তুষ্ট থাকেন
নিচের কোনটি সঠিক ?
উদ্দীপকের বাসেদ মিয়া 'সুখী মানুষ' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেন?
উক্ত প্রতিনিধিত্বের কারণ-
i. উভয়ই নীতিহীন ভাবে সম্পদের মালিক
ii. উভয়ই লোভী ও অসৎ
iii. উভয়ই সুখী জীবনযাপন করছে
উদ্দীপকে মোস্তফার মানসিকতার বিপরীত ভাব ফুটে উঠেছে কোন চরিত্রে?
উক্ত বৈপরীত্যের মূলে রয়েছে— i. মিথ্যাচারii. লোভiii. প্রতারণা
উদ্দীপকের মিঠুর সাথে 'সুখী মানুষ' নাটিকার কার সাদৃশ্য রয়েছে?
উদ্দীপকের আমেনার মাঝে ফুটে উঠেছে—i. সততাii. নির্লোভ মানসিকতাiii. মানবিকতা
উদ্দীপকের সুবল মিয়া 'সুখী মানুষ' গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
উক্ত প্রতিনিধিত্বের কারণ—
i. অর্থনৈতিকভাবে সম্পদের মালিক হওয়া
ii. লোভী ও অসৎ ব্যক্তি হওয়ায়
iii. অসুখী ও অত্যাচারী হওয়ায়
উদ্দীপকের সাত তলায় ঘুমানো ব্যক্তিটি নাটকের কোন চরিত্রের তুল্য?
ফুটপাতের ব্যক্তিটি কীভাবে ভয়কে জয় করেছেন?
উদ্দীপকের মকবুল মিয়া 'সুখী মানুষ' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেন?
i. উভয়ই অনৈতিকভাবে সম্পদের মালিক
iii. উভয়েই অসুখী
যিনি আয়ুর্বেদ শাস্ত্র মতে চিকিৎসা করেন তাঁকে কী বলা যায়?
'সুখী মানুষ' নাটিকায় নাট্যকার ‘নাড়ি পরীক্ষা' দ্বারা কী বোঝাতে চেয়েছেন?
'অবরদস্তি' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
'ব্যামো' শব্দের অর্থ কী?
'প্রাণখোলা' শব্দের সমার্থক শব্দ নয় –
'অজ্ঞ' শব্দের সমার্থক শব্দ হলো—
i. নির্বোধii. উদাসীনiii. মূর্খ
নীতিহীন পথে সম্পদ অর্জনের পথ বর্জন করা উচিত কেন?
নিজ পরিশ্রমের মাধ্যমে সৎ পথে জীবিকা নির্বাহ করলে জীবনে কী আসে?
মমতাজউদদীন আহমদ 'সুখী মানুষ' কী ধরনের সাহিত্যকর্ম?
‘সুখী মানুষ' নাটিকায় মোট কয়টি দৃশ্য আছে?
সুখকে বড় কঠিন জিনিস বলা হয়েছে কেন?