সুখী লোকটি নিজেকে 'সুখের রাজা, মস্ত বড় বাদশা' বলেছিল কারণ তার উপাৰ্জন ছিল—
কালোমতো রোগা লোকটি বাক্সটিকে নিজের বলে দাবি করার কারণ কী?
দরজায় সাহায্যপ্রার্থী দেখে যদি বাড়ির মালিক তাকে সাথে সাথে বিদায় করে দেন তবে 'পড়ে পাওয়া' গল্প অনুসারে একে কী বলা যায়?
'যাবার সময় সে শাসিয়ে গেল'- কে শাসিয়ে গেল?
নদীর চরে ছোট ছোট বাড়িঘর কাদের?
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর' আঘাত হানে সাতক্ষীরাসহ উপকূলবর্তী এলাকাগুলোতে। সাতক্ষীরার জমির মুন্সি এ ঘূর্ণিঝড়ে সব হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছে। জমির মুন্সির সাথে 'পড়ে পাওয়া' গল্পের কার মিল রয়েছে?