খতমে নবুয়তে বিশ্বাস করার বিধান কী?
সর্বশেষ নবি ও রাসুল কে?
'আমিই শেষ নবি। আমার পর আর কোনো নবি আসবেন না'— উক্তিটি কোন হাদিস গ্রন্থের?
মহানবি (স.) নবুয়তকে কীসের সদৃশ বলেছেন?
সাকিব মনে করে কিয়ামত পর্যন্ত আর কোনো নবি-রাসুল আসবেন না। সে কোনটিতে বিশ্বাস করে?
এক নবির পর আর এক নবি আসার কারণ কয়টি?
নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে কেন?
ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ঘোষণা করা হয় কোন সূরায়?
মহানবি (স.)-এর আগমনের মধ্য দিয়ে —
i. নবিদের আগমনের ক্রমধারা শেষ হয়েছে
ii. নবুয়তের ক্রমধারার পরিসমাপ্তি ঘটেছে
iii. আল্লাহর নেক বান্দাদের আগমনের পরিসমাপ্তি ঘটেছে
নিচের কোনটি সঠিক?
মহানবি (স.)-এর আগমনের মধ্য দিয়ে—
জনাব মাহমুদের মনোভাবে ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে?
উদ্দীপকে বর্ণিত বিষয় সম্পর্কে আল কুরআনের কোন সূরায় প্রমাণ পাওয়া যায়?
উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর সাথে আকাইদের কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ?
প্রকৌশলীর বক্তব্যে আকাইদের যে বিষয়টির প্রতি ইঙ্গিত রয়েছে তার প্রমাণ পাওয়া যায়-
i. আল-কুরআনে
ii. হাদিস শরিফে
iii. মুজিযায়
নতুন কোনো নবি-রাসুল আগমনের প্রয়োজন নেই। কারণ—
i. শেষ নবির শিক্ষা পরিপূর্ণ ছিল
ii. শেষ নবি সমগ্র মানবজাতির নবি ছিলেন
iii. শেষ নবির শিক্ষা অবিকৃত রয়েছে
মহানবি (স.)কে মানবতার শিক্ষক বলা হয় -
i.সর্বোত্তম চরিত্রের জন্য
ii. শ্রেষ্ঠ গোত্রে জন্মগ্রহণ করার জন্য
iii. নৈতিক ও মানবিক গুণসম্পন্ন হওয়ার জন্য
মৃত্যুর পরবর্তী জীবনকে কী বলা হয়?
আখিরাতকে বাংলা ভাষায় কী বলা হয়?
মৃত্যুর সাথে সাথে মানুষের কোন জীবন শুরু হয়?
কোন জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই?
আখিরাতের পর্যায় কয়টি?
আখিরাতের দ্বিতীয় পর্যায় কোনটি?
দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বলে –
বারযাখের জীবনের সমাপ্তি হবে কীসের মাধ্যমে?
সাবিহার দাদার মৃত্যু হয়েছে। এ সময় থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কী বলে?
বারযাখ কাকে বলে?
আখিরাতের সর্বপ্রথম পর্যায় কোনটি?
কিয়ামত অর্থ কী?
শিক্ষক শিক্ষার্থীদের বললেন, একদিন মানুষ কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াবে। তিনি কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন ?
আখিরাত কীসের গুরুত্বপূর্ণ বিষয়?
আখিরাতের ওপর ইমান আনা কী?
জহির আখিরাতে বিশ্বাস করেন এবং সে অনুযায়ী আমল করেন। কুরআনের আয়াত অনুযায়ী তার পরিচয় কী?
'আর তাঁরা (মুত্তাকিগণ) আখিরাতের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে।'— আয়াতটি কোন সূরায় আছে?
মানুষকে সৎকর্মশীল করে তোলে –
‘আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী।'- উক্তিটি কোন সূরার অংশ?
রায়হান সাহেব কখনও কোনো অনৈতিক কাজ করেন না। তিনি পূত- পবিত্র জীবনযাপন করেন। তার এ ধরনের জীবনযাপনের পেছনে কোন বিশ্বাসটি কাজ করছে?(3)
জনির ধারণা পাপের অন্য কোনো শাস্তি পেতে হবে না। অনি নিচের কোনটিকে অবিশ্বাস করে?
কীসে বিশ্বাস মানুষকে অন্যায় কর্মকাণ্ড হতে পুরে রাখে?
'আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে।' উক্ত আয়াতে তারা বলতে কাদের বোঝানো হয়েছে?
রাজ কর্মকর্তা অনাব আবু মুসা প্রত্যহ অফিস শুরু হওয়ার ৩০ মিনিট আগেই উপস্থিত হন। জনগণকে আন্তরিকভাবে খাজনা প্রদানসহ বিভিন্ন কাজে সহযোগিতা করেন। নিচের কোন মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস তাকে দায়িত্ব সচেতন করে তুলেছে?
বারযাখ হলো -
i. কবরের জীবন
ii. কিয়ামত পরবর্তী জীবন
iii. আখিরাতের প্রথম পর্যায়
শাখাওয়াত আখিরাত সম্পর্কে জ্ঞান লাভ করেছে। সে জেনেছে-
i. এ জীবনের দুটি ধাপ আছে
ii. কবর এ জীবনের সর্বপ্রথম পর্যায়
iii. এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই
আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকারী।'- উক্তিটি কোন সূরার অংশ?
২০৩.রায়হান সাহেব কখনও কোনো অনৈতিক কাজ করেন না। তিনি পূত- পবিত্র জীবনযাপন করেন। তার এ ধরনের জীবনযাপনের পেছনে কোন বিশ্বাসটি কাজ করছে?