মুনাফিকরা নিকৃষ্ট। কারণ তারা মানুষের -
i. চরিত্র ধ্বংস করে
ii. নৈতিক ও মানবিক মূল্যবোধ নষ্ট করে।
iii. অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
নিফাকের প্রভাব সমাজকে ধাবিত করে-
i. শান্তির দিকে
ii. সংঘাতের দিকে
iii. দ্বিমুখিতার দিকে
মামুন সাহেব নিফাক থেকে বেঁচে থাকতে চান। এজন্য তিনি পরিহার করবেন—
i. মিথ্যা বলা
ii. খিয়ানত করা
iii. ওয়াদা রক্ষা করা
মীর জাফরের কর্মকাণ্ডে কাদের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
মীর জাফরের মতো চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারীরা—
i. মানুষের সাথে প্রতারণা করে
ii. সামাজিকভাবে ঘূণিত ও নিন্দিত হয়
iii. প্রকাশ্যে মানুষের ক্ষতি করার চেষ্টা করে
নিচের কোনটি সঠিক ?
উপরের আয়াতে কাদের মুখোশ উন্মোচন করা হয়েছে?
আয়াতে ইঙ্গিতবাহী লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে—
i. তারা ইসলামের চরম শত্রু
ii. তাদের বৈশিষ্ট্য তিনটি
iii. তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে
হাদিসের ভাষায় 'গ' কে চেনার কয়টি উপায় রয়েছে?
'গ' এরূপ আচরণের কঠোর পরিণতি থেকে পরিত্রাণ পেতে চাইলে, তাকে -
i. সদা সত্য কথা বলতে হবে
ii. কথা দিয়ে কথা রাখতে হবে
iii. রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে হবে
হুসনা শব্দের অর্থ কী?
আল-আসমাউল হুসনা শব্দ দ্বয়ের অর্থ কী?
আল্লাহ্ তায়ালার গুণবাচক নামসমূহকে একত্রে কী বলা হয়?
রাউফুন, মুহাইমিনুন, গাফ্ফারুন-এগুলো হলো—
আসমাউল হুসনা কয়টি?
আল্লাহর সুন্দর নামসমূহ কীসের পরিচয় ঘটায়?
‘আল্লাহ তায়ালার জন্যই রয়েছে সুন্দর সুন্দর নাম। সুতরাং তোমরা তাকে সেসব নাম দ্বারাই ডাকো।'- কোন সূরায় একথা বলা হয়েছে?
আল্লাহর গুণবাচক নামসমূহ আমাদেরকে কোন কাজে অনুপ্রাণিত করে?
'আমরা গ্রহণ করলাম আল্লাহর রং, আর রঙে আল্লাহ অপেক্ষা আর কে অধিকতর সুন্দর?' আয়াতটি কোন সূরার অন্তর্ভুক্ত?
আল্লাহর রং বলতে কী বোঝায়?
ম্যানেজারের আচরণে আল্লাহর কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে?
ক্ষমা চাওয়ার মাধ্যমে জনাব নোমানের চরিত্রে ফুটে উঠেছে-
জনাব আব্দুল আলিমের চরিত্রে আল্লাহর কোন নামটির প্রভাব লক্ষ করা যায়?
উক্ত নামের তাৎপর্য কী?
আমাদের প্রতি আল্লাহ তায়ালার দয়া ও করুণার শেষ নেই। তিনি-
i. আমাদের জন্য মাতা-পিতার মধ্যে ভালোবাসা সঞ্চার করেন
ii. নাফরমানি করলে তৎক্ষণাৎ শাস্তি প্রদান করেন
iii. তাওবা করলে আমাদের ক্ষমা করেন
মুহাইমিনুন শব্দের অর্থ হলো—
i. আশ্রয়দাতা
ii. অমুখাপেক্ষী
iii. নিরাপত্তাদানকারী
তাওহিদের পর কোন বিষয়টি আসে?
'চিঠি' এর আরবি প্রতিশব্দ কী?
'রিসালাত' শব্দের অর্থ কী?
আল্লাহর বানী মানুষের কাছে পৌছে দেওয়াকে কি বলে ?
রিসালাত ও নবি-রাসুলগণকে বিশ্বাস করার ব্যাপারে ইসলামের বিধান কী?
মানবজাতির হিদায়েতের জন্য কাদের পাঠানো হয়েছে?
আর প্রত্যেক জাতির জন্য দর্শক রয়েছে এই আয়াত যারা কীসের ঘোষণা দেওয়া হয়েছে ?
আল্লাহ প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক পাঠিয়েছেন। এখানে পথপ্রদর্শক বলতে কাদের বোঝানো হয়েছে?
কুরআন মজিদে কতজন নবি-রাসুলের নাম এসেছে?
পৃথিবীতে রাসুলের সংখ্যা কত?
সর্বপ্রথম নবি কে?
আল্লাহ তায়ালা যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন কিংবা নতুন শরিয়ত প্রদান করেছেন তারা কারা?
নবি-রাসুলগণ মানুষের প্রতি আল্লাহর কী ছিল?
নবি-রাসুলগণ মানুষকে কী শিক্ষা দিতেন?
নবি-রাসুলগণের দাওয়াতের মূলকথা কী ছিল?
প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে—
i. তাগুতকে বর্জন করা
ii. আল্লাহর ইবাদত করা
iii. আল্লাহর বিধি-বিধান প্রচার করা
রাসুলদের বৈশিষ্ট্য হচ্ছে-
i. তাঁদের কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে
ii. তাঁরা নতুন শরিয়ত প্রদান করেছেন
iii. সব রাসুল নবি ছিলেন
'খতম' শব্দের অর্থ কী?
খতমে নবুয়ত অর্থ কী?
নবিগণের দায়িত্বকে কী বলে?
খতমে নবুয়ত বলতে কী বোঝায়?
কোন নবির মাধ্যমে নবুয়তের ধারা শুরু হয়েছে?
কোন নবির মাধ্যমে নবুয়তের ধারা শেষ হয়েছে?
উদ্দীপকে কোন বিষয়টির জন্য মাসুম সাহেব আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন?
বিভিন্ন বিষয় বলতে মাসুম সাহেব বুঝিয়েছেন-
i. আল্লাহ তায়ালার ইবাদতের পদ্ধতি
ii. বৈষয়িক জ্ঞান
iii. ইমানের বিভিন্ন বিষয়