অম্লীলতা দ্বারা কী বোঝানো হয়?
কোমলমতি ছাত্র-ছাত্রীদের চরিত্র হনন করে কোনটি?
যুবক-যুবতীরা অন্যায় কাজে প্রলুব্ধ হয় কীভাবে?
ইসলামে অশ্লীলতার বিধান কী ?
সামিহার চরিত্রে লজ্জাশীলতা রয়েছে। তার এ গুণটির ফলাফল কী?
অশ্লীল আচরণকারী সকলের নিকট ঘৃণিত। কারণ এটি—
i. চরিত্র হনন করে
ii. পারলৌকিক জীবন দুঃসহ করে
iii. সমাজের শান্তিশৃঙ্খলা নষ্ট করে
নিচের কোনটি সঠিক?
‘ক’–এর আচরণ অত্যন্ত কুৎসিত। তার এ আচরণকে আমরা বলতে পারি-
i. অশ্লীল
ii: কদর্য
iii. বিরক্তিকর
অশ্লীলতাকে হারাম বলা হয়েছে কেন?
i. চরিত্র ধ্বংস করে
ii. কুকর্মের প্রতি আকৃষ্ট করে
iii. সমাজকে কলুষিত করে
পরশ্রীকাতরতার আরবি প্রতিশব্দ কী?
অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করাকে কী বলে?
জনাব 'ক' -এর মাঝে পরশ্রীকাতরতা রয়েছে। অন্যের কোন বিষয়ে তিনি ঈর্ষান্বিত হন?
পরশ্রীকাতরতাকে কী বলে আখ্যায়িত করা যায়?
কোনটি মারাত্মক মানসিক রোগ?
কী কারণে মানব সৃষ্টির পর সর্বপ্রথম পাপ সংঘটিত হয়?
“আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয় পরশ্রীকাতরতা তেমনই পুণ্যকে ধ্বংস করে দেয়”- কার বাণী?
মহানবি (স.) কোনটিকে আগুনের সাথে তুলনা করেছেন?
নিচের কোন বিষয়টি আমাদের পুণ্য কাজকে ধ্বংস করে দেয়?
পরশ্রীকাতরতার কারণে —
i. ইবলিস অভিশপ্ত হয়েছে
ii. সর্বপ্রথম পাপ সংঘটিত হয়েছে
iii. কাবিল হাবিলকে হত্যা করেছে
আফতাব সাহেবের কাজটি -
i. হারাম
ii. ইবলিসের কাজ
iii. পরশ্রীকাতরতা
মহাতাব সাহেবের কাজের কারণে সমাজে কোনটি সৃষ্টি হবে?
সাবিহার চরিত্রে কোনটি প্রকাশ পেয়েছে?
নীলা তার কাজের ফলে লাভ করবে-
i. জান্নাত
ii. অর্থ
iii. ভালোবাসা
ঘৃণা শব্দের আরবি প্রতিশব্দ কী?
ঘৃণা অর্থ কী?
কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে সরে থাকাকে কী ?
ঘৃণা করা অন্যায়, তবে ক্ষেত্র বিশেষে ঘৃণাকে কী বলা হয়েছে?
শয়তানের বৈশিষ্ট্য কোনটি?
কোনটিকে মহাগুরুত্তর ব্যাধি বলা হয়?
মহানবি (স) বলেন, 'তোমরা পূর্ব পুরুষদের থেকে ২টি সংক্রামক রোগ পেয়েছ' সেগুলো কী?
পূর্ববর্তী উম্মতের কোন দুটি রোগ আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে?
ঘৃণার ফলাফল কী?
ঘৃণা কার বৈশিষ্ট্য?
সহপাঠী হওয়ার পরেও 'ক' সবসময় 'খ'-কে ঘৃণা করে। 'ক' মূলত -
i. 'খ'-কে তুচ্ছ মনে করে
ii. 'খ'-এর কাছাকাছি থাকে
iii. 'খ'-এর থেকে দূরে সরে থাকে
ঘৃণার উদ্রেক হয় -
i. শত্রুতার কারণে
ii. অহংকারের কারণে
iii. মতানৈক্যের কারণে
জনাব ‘খ' এর কাজটি কিসের শামিল?
জনাব 'ক' এর আক্রান্ত রোগটি ছড়ায়—
i. অপরিশোধিত রক্ত শরীরে প্রবেশ করালে
ii. রোগীর পোশাক ব্যবহারের কারণে
iii. একই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণে
'খ'-এর এ বৈশিষ্ট্যকে কী বলা হয়।
উক্ত বৈশিষ্ট্যের কারণে—
i. বন্ধুত্বে ফাটল ধরবে
ii. সমাজে অশান্তি সৃষ্টি হবে
iii. পারলৌকিক ক্ষতি সাধিত হবে
জনাব ‘ক' এর আচরণে কী ফুটে উঠেছে ?
জনাব “খ” এর কর্মকাণ্ডের ফলে -
i. ঘূণিত হবে
ii. শাস্তি পাবে
iii. লাভবান হবে
চুরির কুফল হলো-
চৌর্য অর্থ কী?
চোরের পেশাকে কী বলে?
জীবন বাঁচানোর মতো পরিস্থিতি না হলে, যদি কেউ অন্যের সম্পদ মালিকের অজ্ঞাতে নিয়ে যায়, ইসলামে তার শাস্তি হচ্ছে—
কুরআনের কোন সূরায় চুরির দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলা হয়েছে?
ধর্মীয় বিবেচনায় চুরি কী?
চৌর্যবৃত্তি হলো—
i. নিজের সম্পদ গোপনে হাতিয়ে নেওয়া
ii. অপরের সম্পদ গোপনে হাতিয়ে নেওয়া
iii. চোরের পেশা অথবা চোরের কাজ
‘ঘুষ' শব্দের আরবি প্রতিশব্দ কোনটি?
ঘুষ অর্থ কী?
‘রেশওয়াত' শব্দের অর্থ কী?