সমাজসেবার অন্তর্ভুক্ত হলো—
i. সামাজিক নিরাপত্তা রক্ষা
ii. পরস্পরের দ্বন্দ্ব মেটানো
iii. সন্তানকে শিক্ষা দান
নিচের কোনটি সঠিক?
জনগণের উপকারে আসে এমন কাজের অন্তর্ভুক্ত -
i. নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা
ii. ভাঙা রাস্তা মেরামত করা
iii. বৃক্ষ সংরক্ষণ করা
হাসানের কাজটিকে কী হিসেবে আখ্যায়িত করা যায়?
উক্ত কাজের মাধ্যমে-
i. সামাজিক বন্ধন দৃঢ় হবে
ii. অসহায়দের অধিকার আদায় হবে
iii. রাজনৈতিক সহাবস্থান তৈরি হবে
দেশপ্রেম কী?
মাতৃভূমির প্রতি প্রীতি ও আকর্ষণকে কী বলে?
জন্মভূমির প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয় কীভাবে?
দেশপ্রেমের আরবি প্রতিশব্দ কী?
আশিক একটি দোকানে গেল। সেখানে দেশি-বিদেশি অনেক কাপড় ছিল। সে শুধু দেশি কাপড় কিনল। আশিকের কর্মে কোন বিষয়টি ফুটে উঠেছে?
পুরান ঢাকায় আগুন লাগলে জনাব আব্দুল কাদির আগুন নেভাতে গিয়ে নিজের জীবন দেন। তার এ আত্মত্যাগে কোন বিষয়টি ফুটে উঠেছে?
কোন শহরকে মহানবি (স.) অন্তর দিয়ে ভালোবাসতেন?
‘রিবাত' অর্থ কী?
'হুব্বুল ওয়াতান' শব্দের অর্থ কোনটি?
দেশপ্রেম কীসের অঙ্গ?
অপরের মত, পথ বা আদর্শকে কী বলে?
নবনির্বাচিত চেয়ারম্যান হাসান সাহেব রাস্তা মেরামতের ক্ষেত্রে তার পরিষদের দুইজন মেম্বারের পরামর্শকে বিবেচনায় নেন। চেয়ারম্যানের আচরণে কী প্রকাশ পায়?
অবজ্ঞা না করে কীসের প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে?
অন্যের ধর্মীয় মতামত বা রাজনৈতিক মতাদর্শের প্রতি সহনশীল ও সম্মানজনক মনোভাব পোষণ করাকে কী বলে?
নিচের কোনটি 'আখলাকে হামিদাহ্'-এর অন্তর্ভুক্ত?
পরমতসহিষ্ণুতা প্রয়োজন নেই -
রিফাতের পরিবারের সকল সদস্য পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে। তাদের মধ্যে কোন গুণটি রয়েছে?
পারিবারিক সুখ-শান্তির মতো সামাজিক সুখ-শান্তি কীসের ওপর নির্ভরশীল?
আন্তরাষ্ট্রীয় সম্পর্ক লাভের প্রধান পূর্বশর্ত কী?
পরমতসহিষ্ণুতার ওপর নির্ভরশীল হলো—
i. পারিবারিক সুখ-শান্তি
ii. সামাজিক সুখ-শান্তি
iii. রাষ্ট্রীয় শান্তি-শৃঙ্খলা
রবিউল ও তরিকুলের আচরণে কোন গুণটি প্রধানভাবে ফুটে উঠেছে?
উক্ত আচরণের কারণে তরিকুল ও রবিউল —
আজিমের মধ্যে কোন গুণটি প্রকাশিত হয়েছে?
আজিম অন্যের মতামতের প্রতি –
i. শ্রদ্ধাশীল
ii. সহিষ্ণু
iii. নির্লিপ্ত
যে কাজ বা আচরণ মানুষকে হীন বা নিষ্পনীয় করে তোলে তাকে কী বলে?
কোনটি আখলাকে যামিমাহ্-এর অন্তর্ভুক্ত?
নিচের কোনটি আখলাকে যামিমাহ্-এর বৈশিষ্ট্য?
জাহিদের চরিত্র আখলাকে যামিমাহ-এর অন্তর্ভুক্ত। দুনিয়ার জীবনে তার এ চরিত্রের ফলাফল কী?
রাকিব শপথ করেছে সে সবসময় আখলাকে যানিমাহ থেকে নিজেকে দূরে রাখবে। এজন্য সে বেঁচে থাকবে-
i. অহংকার থেকে
ii. অম্লীলতা থেকে
iii. টাকা উপার্জন করা থেকে
মারজান অতি সুদর্শন ও উচ্চবংশীয় হওয়ায় নিজেকে নিয়ে গর্ববোধ করে। এতে তার মধ্যে প্রকাশ পায় -
অহংকার প্রকাশ পায় কয়ভাবে?
কোন ধরনের ব্যক্তি নিজেকে উত্তম মনে করে?
অহংকারের ধরন কয়টি?
কে অহংকারের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে?
‘অহংকার আমার ভূষণ'- এই আদিস অনুসারে অহংকার কার ভূষণ?
কোনটি মানুষকে ব্যর্থতার দিকে ঠেদে দেয়?
নিচের কোনটি মানুষের পতনের মূল?
মানুষ অহংকার করে থাকে -
i. ধৈর্য ও সহিষ্ণুতার জন্য
ii. শয়তানি প্ররোচনায়
iii. ক্ষমতাবলে
ফারুক অহংকারের কয়েকটি অর্থ জেনেছে। এর অর্থ হিসেবে বুঝেছে—
i. দর্প
ii. বড়াই
iii. বিনয়
জনাব রিপনের চরিত্রে আখলাকে যামিমাহর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
শিপনের চরিত্রে আখলাকে যামিমাহর কোন দোষটি প্রকাশ পেয়েছে?
অশ্লীলতা-এর আরবি প্রতিশব্দ কোনটি?
অশ্লীলতা অর্থ কী?
কামাল সাহেব একজন মুমিন ব্যক্তি। তিনি নিচের কোন কাজ দূরে থাকবেন?
কুরুচিপূর্ণ কথা ও কাজকে কী বলে?
মহসিনের এক বন্ধু ধৃষ্টতাসহকারে প্রকাশ্যে কুকর্ম করে। তার এ মনোভাবকে আমরা কী বলব?