কুরসি বলতে বোঝায় -
i. সাম্রাজ্য
ii. মহিমা
iii. জ্ঞান ও সিংহাসন
নিচের কোনটি সঠিক?
সাইফুল আয়াতুল কুরসি পড়েছে। এ আয়াতে সে মহান আল্লাহ তায়ালার গুণবাচক নাম হিসেবে পড়েছে-
i. আল-হাইয়
ii. আল-আজিমু
iii. আল-কারিমু
আয়াতুল কুরসিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে—
i. আল্লাহর পরিচয়
ii. আল্লাহর ক্ষমতা ও গুণাবলি
iii. আল্লাহর মহিমা
নাবিল তার বন্ধুকে বলল, কুরআন মজিদে এমন তিনটি আয়াত আছে যা সকাল-বিকাল পাঠ করলে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করেন । নাবিলের বক্তব্যে কোন সূরার আয়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
‘সূরা আল-হাশর পবিত্র কুরআনের কততম সূরা?
সূরা হাশরের শেষ তিন আয়াত সূরাটির কততম আয়াত?
সূরা হাশরের কোন তিনটি আয়াত আল্লাহর গুণবাচক নামে পরিপূর্ণ?
আর-রাহমান শব্দের অর্থ কী?
'কুদ্দুস' অর্থ কী?
‘মুহাইমিনুন' শব্দের অর্থ কী?
সূরা হাশরের শেষ তিনটি আয়াত পাঠ করলে কী জানা যায়?
আল্লাহ্ তায়ালার গুণবাচক নামসমূহ প্রকাশ করে—
i. আল্লাহর ক্ষমতা
ii. আল্লাহর পরিচয়
iii. জান্নাত-জাহান্নামের বিবরণ
হাসান সূরা হাশরের শেষ তিন আয়াত নিয়মিত পাঠ করে। সে জানতে পারবে—
i. আল্লাহর পরিচয় সম্পর্কে
ii. মানুষের কর্তব্য সম্পর্কে
iii. আল্লাহর ক্ষমতা সম্পর্কে
সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কী?
কোন গ্রন্থ নৈতিকতার আধার?
জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস কী?
আল-কুরআন কার বাণী?
নবি-রাসুলদের সর্দার কৈ?
“নিশ্চয়ই রাসুলুল্লাহ (স.)-এর চরিত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।”- এটি কোন সূরার আয়াত?
মানবতার মহান শিক্ষক কে ছিলেন?
মহানবি (স.) সর্বদা কার কল্যাণ কামনা করতেন?
হাদিসের মাধ্যমে আমরা কার আদর্শ সম্পর্কে জানতে পারি?
আমরা হাদিসের শিক্ষা অনুসরণ করি কেন?
সমগ্র সৃষ্টি জগতকে মহানবি (স.) কী বলেছেন?
আল্লাহর পরিবার কারা?
যার ভিতর আমানতদারিতা নেই তার মধ্যে কী নেই?
'যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়।'- হাদিসটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
নৈতিকতা ও সচ্চরিত্র সম্পর্কে জানতে কুরআনের সাথে আমরা আর কী পড়ব?
জাফিয়া হযরত মুহাম্মদ (স.)-কে অনুসরণ করে। এজন্য সে-
i. অঢেল সম্পদের মালিক হবে
ii. দুনিয়ায় কল্যাণ লাভ করবে
iii. আখিরাতে কল্যাণ লাভ করবে
মানুষের আচার-আচরণ ও স্বভাব-চরিত্রকে কী বলে?
'আখলাক' কোন ভাষার শব্দ?
‘আখলাক' শব্দের অর্থ কী?
আখলাক কয় প্রকার?
রায়হান খুবই ধৈর্যশীল। তার এ গুণটি কীসের অন্তর্ভুক্ত?
উন্নত জাতির জীবনীশক্তি কোনটি?
মহানবি (স.) কে প্রেরণ করা হয়েছে কেন?
‘উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মলকথা' – বাণীটি কার?
‘উত্তম চরিত্রই সকল নেক কাজের মূল কথা'— উক্তিটি কোন হাদিস গ্রন্থের?
কিয়ামতের দিন পরিমাপদণ্ডে কোনটি সবচেয়ে ভারী জিনিস হবে?
সূর্যতাপ বরফকে বিগলিত করে ইহা তুলনা করা হয়েছে—
পাপ মোচনের ক্ষেত্রে মহানবি (স) উত্তম চরিত্রকে কীসের সাথে তুলনা করেন?
ইবাদত দুর্বল হলেও কোন কারণে আখিরাতে বিশেষ সম্মান পাবে ?
ধৈর্য-এর আরবি প্রতিশব্দ কী?
সবর এর বাংলা প্রতিশব্দ কোনটি?
সিফাত কোন বিষয়ে উন্নতি করতে চায়?