আবরাহা কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?
আবরাহা কোথায় গির্জা নির্মাণ করেছিল?
আবরাহা কয়টি হাতি নিয়ে যাত্রা শুরু করে?
'আবাবিল' নামক পাখি কয়টি করে কংকর বহন করছিল?
কত সালে হাতিবাহিনীর পরাজয়ের ঘটনাটি ঘটেছিল?
আবাবিল কী?
'ফিল' অর্থ কী?
ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের বর্ণনা রয়েছে কোন সূরায়?
ইয়ামানের বাদশাহ আবরাহার ধ্বংসের মূল কারণ কী?
আবরাহা ও তার দলের পরিণামের কথা কোন সূরায় উল্লেখ আছে?
আল্লাহ্ তায়ালার শক্তির মোকাবিলায় সমস্ত শক্তির ব্যর্থতার ঘোষণা রয়েছে—
সূরা আল-ফিল-
i. মক্কায় অবতীর্ণ
ii. আল-কুরআনের ১০৫তম সূরা
iii. এর আয়াত সংখ্যা ১০টি
নিচের কোনটি সঠিক?
ফরিদ আবরাহা সম্পর্কে পড়েছে। সে জেনেছে—
i. আবরাহা ছিল ইয়ামানের শাসনকর্তা
ii. সে ছিল খ্রিষ্টান
iii. সে কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল
'সূরা কুরাইশ' এর আয়াত সংখ্যা কত?
কুরাইশদের সম্মান বেড়েছিল কেন?
ব্যবসায়ী 'ক' দুইটি নির্দিষ্ট মৌসুমে বিদেশে ব্যবসার জন্য সফর করেন। তার আচরণে কোন সূরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
সূরা কুরাইশ কোথায় নাজিল হয়েছে?
হাসান আল-কুরআনের ১০৬তম সূরা তিলাওয়াত করেছে। সে কোন সূরা তিলাওয়াত করেছে?
কুরাইশরা কোথায় ব্যবসা-বাণিজ্য করত?
রিহলাতুন শব্দের অর্থ কী?
কোন ঋতুতে কুরাইশদের সফরের আসক্তি ছিল?
অতএব, তারা এ ঘরের মালিকের ইবাদত করুক— কোন সূরার আয়াত?
'আল্লাহ তায়ালা সকল নিয়ামতের মালিক'- এটি কোন সুরার শিক্ষা?
বিদায় হজের সময় কোন সূরা অবতীর্ণ হয়েছিল?
বৈশিষ্ট্যের দিক থেকে সূরা আন-নারকে কোন ধরনের সূরা বলা যাবে?
কুরআন মজিদের যেসব সূরা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেগুলো স্থান নির্বিশেষে কোন ধরনের সূরা?
সূরা নাসরের আয়াত সংখ্যা কতটি?
সূরা আন-নাস্ আল কুরআনের কততম সূরা?
‘নাস্’ অর্থ কী?
‘আল-ফাতহু’ অর্থ কী?
আল-কুরআনের সর্বশেষ অবতীর্ণ সূরা কোনটি?
কোন সূরা অবতীর্ণ হওয়ার পর সাহাবিগণ বুঝলেন যে, রাসুল (স.) এর ওফাত নিকটবর্তী?
হযরত মুহম্মদ (স.)-এর নবুয়তী দায়িত্বের পরিপূর্ণতার ইঙ্গিত রয়েছে-
আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা যায় না।'- এটি কোন সূরার শিক্ষা?
উক্ত সূরায় মানবি (স.) এর কোন বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে?
আতিক উক্ত সুরাটিতেও বিয়োগ –
i. আল্লাহর সাহায্য ও বিজয়
ii. দলে দলে আল্লাহর দীনে প্রবেশের ঘটনা
iii. মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা
আয়াতুল কুরসি সূরা বাকারার কত নম্বর আয়াত?
আল্লাহর পরিচয় অতি সুন্দরভাবে কোন সূরায় উল্লেখ করা হয়েছে?
আল-বাকারা
আন-নসর
কুরাইশ
আল-ফিল
কুরসি শব্দের অর্থ—
আয়াতুল কুরসির আলোচ্য বিষয় কী?
মহানবি (স.) বলেছেন, “হে আবুল মুনযির এ উত্তম জ্ঞানের জন্য তোমাকে ধন্যবাদ।” এখানে কীসের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
আয়াতুল কুরসিতে বলা হয়েছে—
আল-কুরআনের সবচেয়ে উত্তম আয়াত কোনটি?
জামাল সাহেব সর্বপ্রকার বিপদাপদ থেকে সুরক্ষা চান, তাকে দৈনিক কমপক্ষে কয়বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে?
রাহিমা প্রতিদিন প্রত্যেক ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়েন জান্নাতে যাওয়ার পথে তার একমাত্র বাধা কোনটি?
সাহাবির ডাকনাম কোনটি?
রিফাত নিয়মিত কোন আয়াত পাঠ করে?
উক্ত আয়াত পাঠের মাধ্যমে রিফাত -
i. আল্লাহর মহিমা জানতে পেরেছে
ii. বিপদাপদ থেকে রক্ষা পাবে
iii. যাকাতের বিধান জানতে পেরেছে
সকল ইবাদত ও প্রশংসা একমাত্র কার জন্য নির্ধারিত?