শিল্পাচার্য জয়নুল আবেদিনের শ্রেষ্ঠ শিল্পকর্মের মধ্যে উল্লেখযোগ্য—
i. দুর্ভিক্ষের চিত্র ১৯৪৩
ii. মনপুরা-৭০
iii. সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কোন শিল্পী?
কত সাল পর্যন্ত কামরুল হাসান ব্রতচারী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন?
শিল্পী এস এম সুলতানের শিশুদের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত বিশেষ ধরনের স্কুলের নাম কী ছিল?
‘হালচাষ’ চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা?
বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী কামরুল হাসান। তিনি নির্মাণ করেন -
i. জাতীয় পতাকার নকশা
ii. শহিদ মিনার
iii. রাষ্ট্রীয় প্রতীকের নকশা নির্মাণ
এস এম সুলতানের ছবির বিষয় –
i. গ্রাম্য জীবন
ii. চাষবাস
iii. খেটে খাওয়া মানুষ
মানুষের মনের সৃজনশীল কর্মকাণ্ডের সামগ্রিক রূপ কোনটি?
মানুষের সৃষ্টি সমস্ত শ্রেষ্ঠ শিল্প কোনটির অন্তর্গত?
নকশিকাঁথা, খেলনা পুতুল, নকশি পাখা এগুলো কোন শিল্প?
নন্দন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
জীবনের প্রয়োজনে মানুষ যা তৈরি করে তার প্রাথমিক রূপটি কেমন?
কাদের হাত ধরে শিল্পকলার উদ্ভব হয়েছে?
শিল্পের প্রধান ধারা কয়টি?
'হোমো সাপিয়েন্স' অর্থ কী?
Fine Arts অর্থ কী?
Crafts অর্থ কী?
শিল্পীর সৃষ্টিশীল মনের একান্ত নিজস্ব সৃষ্টিকে কী বলে?
যে শিল্প ব্যক্তির মানসিক প্রয়োজন মেটায় তাকে কী বলে?
কোনটি চারুশিল্পের অন্তর্ভূক্ত?
নকশিপাখা কোন শিল্পের অন্তর্গত?
শিল্প সৃষ্টিতে শিল্পী তার কল্পনা ও প্রতিভার সাথে সমন্বয় করেন -
i. পরিশ্রম
ii. রুচি
iii. দক্ষতা
শিল্পীর শিল্পসৃষ্টির মূল লক্ষ্য কী?
যে শিল্প আনন্দদায়ক ও দৃষ্টিনন্দন, যা মনের খোরাক যোগায় তাকে কী বলে?
স্বর্গের উদ্যানকে কী বলা হয়?
চারুশিল্পের অন্য নাম কী?
‘সংগ্রাম' ছবিটি কার আঁকা?
‘অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি কে তৈরি করেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি দ্বারা কী প্রকাশ পায়?
রিপনের আঁকা বিষয়টি শিল্পকলার কোন দিকটির আওতাভুক্ত?
উচ্চ শিল্পটি আনন্দ দেয় —
í. মনকে
ii. দৃষ্টিকে
iii. জীবনকে
দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় সব সামগ্রী কোন শিল্পের অন্তর্গত?
ব্যবহারিক বস্তুতে সৌন্দর্য আরোপ করার মধ্যদিয়ে কোন শিল্পের সূচনা হয়েছে?
কুমারের তৈরি মাটির হাঁড়ি, কলসি ইত্যাদি কোন শিল্পের অন্তর্গত?
সাধারণ মানুষের তৈরি শিল্পসামগ্রীকে কী বলা হয়?
নিচের কোনটি লোকশিল্পের অন্তর্গত?
গ্রামের মেয়েদের তৈরি নকশিকাঁথার কোন ধরনের প্রয়োজনীয়তা বিদ্যমান?
কারুশিল্পের বৈশিষ্ট্য -
i. দক্ষ কারিগরের তৈরি
ii. ব্যবহারিক প্রয়োজন মেটায়
iii. অত্যন্ত যত্ন ও আবেগ দিয়ে তৈরি
আমাদের সংস্কৃতিকে উজ্জ্বল করেছে -
i. সরা
ii. নকশি পিঠা
iii. পট
উদ্দীপকের কাজটি কোন শিল্পের আওতাভুক্ত?
উক্ত শিল্পের অন্তর্ভুক্ত -
i. জায়নামাজ
ii. শতরঞ্জি
iii. শিকা
ছবি আঁকার উপযোগী পেনসিল কোনটি?
জলরঙে ছবি আঁকতে কোন ধরনের পশমের তুমি প্রয়োজন?
কালি-কলমে ছবি আঁকার উপযোগী কাগজ কোনটি?
তেলরঙ মাধ্যমে কোন ধরনের তেল ব্যবহার করা হয়?
কোন গ্রেডের পেনসিল দিয়ে কাগজে ছবি আঁকা হয়?
কোনটি দিয়ে মসৃণ কাগজে ছবি আঁকা যায়?
তেলরঙে ছবি আঁকার জন্য কোন তুলি ব্যবহৃত হয়?
ছবি আঁকার উপকরণ –
i. ক্যানভাস
ii. কালি-কলম
iii. ক্লিপ
ছবিটি আঁকতে ছাত্ররা কোন ধরনের পেনসিল ব্যবহার করবে?