চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো -
i. বাঙালির ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো
ii. ছবি আঁকা হাতে কলমে শেখানো
iii. সংস্কৃতি ও ভাষার চর্চা প্রসারিত করা
নিচের কোনটি সঠিক?
স্কুলের প্রবেশপথে আঁকা নকশাটি কী?
উদ্দীপকে আঁকা শিল্পটি আরো দেখা যায়—
i. বিয়ের অনুষ্ঠানে
ii. বিজয় দিবসে
iii. ঈদ উৎসবে
কত সালে শিল্পকলা একাডেমিতে ‘নবান্ন' চিত্রপ্রদর্শনী হয়?
ঢাকা শহরে প্রথম কত তারিখে নবান্ন উৎসব শুরু হয়েছিল?
কার নেতৃত্বে শিল্পকলা একাডেমীতে নবান্ন চিত্র প্রদর্শনী হয়?
বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ‘কালবৈশাখী' চিত্রপ্রদর্শনীটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
নবান্ন নামক দীর্ঘ স্কুলটির দৈর্ঘ্য-প্রস্থ কত ফুট?
দেশের খ্যাতনামা নবীন কবিদের রচিত পুস্তিকাটির নাম কী ছিল?
বাংলার মানুষকে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসায় স্নিগ্ধ করছে –
i. স্বাধীনতা দিবস
ii. নববর্ষ
iii. নবান্ন
উদ্দীপকে আদনান কোন ছবিটি দেখতে পায়?
উক্ত প্রদর্শনীর বর্তমান রূপ—
i. 'পহেলা বৈশাখ
ii. দুর্গাপূজা
iii. মেলা
বঙ্গবন্ধু কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন?
১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ করে কোন দল?
বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রশিল্পীরা যে মিছিল বের করেন তার নাম কী?
কত তারিখে বঙ্গবন্ধু স্বাধীনতা বিষয়ে ঘোষণা দেন?
কোনটি বিপ্লবী চিত্রের মিছিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়?
বিপ্লবী মিছিলের চারজন মেয়ের মধ্যে কে শহীদ হন?
১৮৮৭ সালে জন্মগ্রহণ করেন কোন শিল্পী?
রবীন্দ্রনাথের প্রথম চিত্রপ্রদর্শনী হয় কত সালে?
পাবলো পিকাসো পরলোকগমন করেন -
শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন কত সালে?
১৯৪৩ সালে শিল্পাচার্য যে ছবি আঁকেন তার নাম কী?
বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নকশা কেন্দ্রের প্রতিষ্ঠাতার নাম কী?
জীবদ্দশায় ভিনসেন্ট ভ্যানগগের কয়খানা ছবি বিক্রি হয়েছিল?
শিশু-কিশোরদের জন্য লেখা- ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, ঘুম পাড়ানি দাসী - বইগুলো কোন শিল্পীর লেখা?
'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' এ স্কেচ কত সালে আঁকা?
'শিল্পীকে দেখতে হবে একটা বিশেষ কিছু যা তাঁকে সৃষ্টিশীল করবে'- উক্তিটি কার?
নিজের রং নিজে তৈরি করতেন কোন শিল্পী?
'মা ও শিশু' এবং 'সাওতাল' ছবি দুটি কার আঁকা?
পাবলো পিকাসো কত সালে জন্মগ্রহণ করেন?
'গুয়ের্নিকা', ‘তিন নর্তকী, কার বিখ্যাত চিত্রকর্ম?
চিত্রাঙ্কন ছাড়াও মঞ্চসজ্জায় অসাধারণ দক্ষতা ছিল কোন শিল্পীর?
যামিনী রায় ছবি আঁকার রং তৈরি করতেন –
i. নানা বর্ণের মাটি থেকে
ii. তেল ব্যবহার করে
iii. গাছগাছালি থেকে
ভিনসেন্ট ভ্যানগগ কোথায় জন্মগ্রহণ করেন?
‘একটি গাছ’, ‘সূর্যমুখী ফুল' ছবির চিত্রশিল্পী কে?
শান্তি নিকেতনের দেয়াল চিত্র এঁকে বিশেষ খ্যাতি অর্জন করে কে?
সাওতালদের শস্যবপন কার আঁকা বিখ্যাত ছবি?
কত সালে নন্দলাল বসু পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন?
নন্দলাল বসুর ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো –
i. হরিপুর দেয়ালচিত্র
i i. কৈকেয়ী
iii. সাঁওতালদের শস্যবপন
উল্লিখিত ছবি দুটির শিল্পী কে?
তার অন্যান্য ছবির মধ্যে রয়েছে-
i. একটি গাছ
ii. তাঁতি
iii. দিনমজুর
‘বুদ্ধ ও সুজাতা' এবং 'ক্ষীরের পুতুল' কার আঁকা বিখ্যাত ছবি?
কার প্রভাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়?
কোন শিল্পী কবিতার মাঝে শব্দ কেটে কেটে বিচিত্র সব জীবজयूর ছবি এঁকেছেন?
রবীন্দ্রনাথের প্রথম চিত্রপ্রদর্শনী কোথায় হয়?
‘নিসর্গ', 'নৃত্যরত রমণী', 'মা ও ছেলে', 'আদিম প্রাণী' কার সৃষ্টি?
শিল্পাচার্য জয়নুল আবেদিন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
কোন শিল্পী বাংলা ১৩৫০ সালের দুর্ভিক্ষের বিষয় নিয়ে ছবি আঁকেন?
সংগ্রাম, সাওতাল দম্পত্তি, মনপুরা-৭০ কে এঁকেছেন?