রাবেয়ার বড় ছেলেটির ওজন কম এবং চুল পাতলা। এটি কোন রোগের লক্ষণ?
কোনটি কোয়াশিয়রকর রোগের লক্ষণ?
গা ফোলা রোগের লক্ষণ হিসেবে কোনটি যুক্তিযুক্ত?
কোয়াশিয়রকর রোগীর পথ্য কেমন হবে?
ম্যারাসমাস কত বছর বয়সী শিশুদের দেখা যায়?
হাড্ডিসার রোগ কিসের অভাবে হয়?
হাড্ডিসার রোগের অন্য নাম কী?
শিশুর ওজন শতকরা ৬০ ভাগের নিচে নেমে যায় কোন রোগ হলে?
‘পট বেলি’ কোন রোগের লক্ষণ?
কোনটি ম্যারাসমাস রোগের লক্ষণ?
প্রোটিন ক্যালরি অপুষ্টিজনিত রোগ প্রতিকারের জন্য নিয়মিত কোন ট্যাবলেট গ্রহণ করতে হবে?
অপুষ্টিজনিত রোগগুলো হলো—
i. রক্তস্বল্পতা
ii. স্কার্ভি
iii. ডায়রিয়া
নিচের কোনটি সঠিক?.
কোয়াশিয়রকর রোগ হলে শিশু –
i. উদাসীন থাকে
ii. ত্বক ফেটে যায়
iii. অস্থির প্রকৃতির হয়
নিচের কোনটি সঠিক?
ম্যারাসমাস রোগের লক্ষণ হলো -
i. চুল পাতলা ও বিবর্ণ হয়
ii. ক্ষুধা থাকে
iii. শিশুকে দুর্দশাগ্রস্ত দেখায়
মালিহার মধ্যে কোন রোগের উপসর্গ দেখা যায়?
উক্ত রোগটি প্রতিরোধে প্রয়োজন-
i. ৬ মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো
ii. ডায়রিয়া হলে খাবার স্যালাইন দেওয়া
iii. নিয়মিত শিশুর ওজন নেওয়া
দীর্ঘদিন খাদ্য তালিকায় আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
ঢেঁকিছাটা চালে কোন ভিটামিন থাকে?
সামুদ্রিক মাছ কোন রোগের প্রতিরোধক?
কোন রোগে শিশুর হাড় নরম হয়ে যায়?
আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
রিকেট রোগ প্রতিরোধে কমপক্ষে কত মিনিট সূর্যের আলোতে থাকতে হবে?
রাতকানা রোগীর জন্য নিচের কোন ফলগুলো উপযোগী?
স্নায়ুতন্ত্ৰ পীড়িত হয় কোন ভিটামিনের অভাবে?
ভিটামিনের কাজ কোনটি?
পুষ্টির অভাবে কোন রোগটি হয়?
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ভিটামিন 'এ' এর অভাবে কোন রোগ হয়?
ভিটামিন 'এ' এর অভাবজনিত রোগের লক্ষণ কোনটি?
ভিটামিন ‘এ’ পাওয়া যায় কোন খাবারে?
হাত, পা অবশ হয়ে যায় কোন ভিটামিনের অভাবে?
ভিটামিন ‘সি’ এর অভাবজনিত রোগ কোনটি?
ভিটামিন 'সি' এর অভাবজনিত রোগের লক্ষণ কোনটি?
দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে?
ভিটামিন 'ডি' এর অভাবে ছোটদের কোন রোগটি হয়?
ভিটামিন ‘ডি' এর অভাবে বড়দের কোন রোগটি হয়?
পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায় কোন রোগ হলে?
শিশুদের মাথার খুলি বড় হয়ে যায় কিসের অভাবে?
কোন রোগে হাড় নরম ও ভঙ্গুর হয়ে যায়?
সূর্যের আলোর মাধ্যমে আমাদের দেহে কোন ভিটামিন তৈরি হয়?
অস্টিওম্যালেসিয়া ও রিকেট রোগের প্রতিকারের জন্য প্রতিদিন কত মিনিট সূর্যালোকে থাকতে হবে?
কোন রোগ প্রতিকারের জন্য সূর্যের আলো প্রয়োজন?
খনিজ লবণের কাজ কী?
রিকেট রোগ হয় কোনটির অভাবে?
ক্যালসিয়ামের অভাবে শিশুদের কোন রোগ হয়?
ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য কোনগুলো?
শিশুর পায়ের হাড় ধনুকের মতো বাঁকা হয়ে যায় কোনটির অভাবে?
রক্তস্বল্পতা কোন খনিজ লবণের অভাবজনিত রোগ?
গায়ের রং ফ্যাকাশে হয়ে যায় কিসের অভাবে?
কোন রোগ হলে হাতের তালু ও নখ ফ্যাকাশে হয়ে যায়?