নিচের কোনটি খরা সহিষ্ণু ধানের জাত?
কোনগুলো খরা সহিষ্ণু গমের জাত?
বাংলাদেশের কোন অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব দ্রুত বাড়ছে?
লবণাক্ত মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করতে ফসলের অসুবিধা হয়?
উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসলের জাত?
মধ্যম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনটি?
নিচের কোন ফসলগুলো মধ্যম লবণাক্ততা সংবেদনশীল?
দেশের উপকূলীয় লবণাক্ততা এলাকার ফসল কোনটি?
ধানের লবণাক্ত সহিষ্ণু জাত কোনটি?
ব্রি ধান-৪৭ জাতের জীবনকাল কতদিন?
ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর?
‘সৈকত' কোন ফসলের জাত?
দেশের বিস্তৃত বন্যা প্রবণ এলাকার প্রধান ফসল কোনটি?
কিরণ ও দিশারী কোন ফসলের জাত?
কোন জাতের আখে উচ্চমাত্রায় চিনি থাকে?
আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম?
তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলে রোগের আক্রমণ বেড়ে যায়?
প্রতি বছর দেশে কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয়?
তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ধানের ফলন কমে যাবে?
বাংলাদেশে তীব্র খরা হয় কোন জেলায়?
আমন ধান কাটার পর খরা সহনশীল কোন ফসল চাষ করা যায়?
উপকূলীয় অঞ্চলে কোনটি বৃদ্ধি পাচ্ছে?
প্রতিবছর দেশের শতকরা কত ভাগ জমি বন্যার কারণে বিভিন্ন মাত্রায় প্লাবিত হয়?
বন্যার সময় কোন পদ্ধতিতে বীজতলা তৈরি করা হয়?
বাংলাদেশ দীর্ঘস্থায়ী খরায় কবলিত হয় কখন?
কোনটির চাষ করে খরাপ্রবণ এলাকায় খরা শুরু হওয়ার পূর্বেই ফসল তোলা সম্ভব?
উদ্ভিদের কোন অঙ্গ অধিক খরা সহ্যশীল?
কোন উদ্ভিদ সারাদিন পত্ররন্ধ্র বন্ধ রাখে?
কোন ফসল খরা কবলিত অবস্থায় পাতার আকার হ্রাস করে প্রস্বেদন কমিয়ে দেয়?
উদ্ভিদ দেহে কখন ইথিলিন এনজাইম উৎপাদন বৃদ্ধি পায়?
কোন ফসল খুব কম পরিমাণ CO2 গ্রহণ করে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারে?
লবণাক্ততার বাধা অতিক্রম করতে উদ্ভিদের মাটি থেকে কোনটি গ্রহণ করা জরুরি?
মাছ চাষে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?
লম্বা জাতের ধান উচ্চতার কারণে কোনটি এড়াতে পারে?
প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণ কী?
দেশি মাছ কোন সময়ে ডিম ছাড়ে?
আমাদের দেশীয় জাতের ছোট মাছের প্রজননকাল কখন?
বাতাসে ও সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির কারণ—
বন্যাপ্রবণ বা অধিক বৃষ্টিযুক্ত এলাকায় পুকুরের পাড় উঁচু করে সমাজভিত্তিক কোনটি প্রতিষ্ঠা করা যায়?
খরা সহনশীল মাছ কোনটি?
জলবায়ুর উন্নয়নে দীর্ঘমেয়াদি ব্যবস্থা কী?
ঘাসে বিষক্রিয়া দেখা দেয় কখন?
গবাদিপশুর কৃমি রোগের কারণ কী?
খরাতে গবাদিপশুকে দিতে হবে কোন খাদ্য?
পরিবেশের সাথে অভিযোজন করে কে?
ধানের খরা সহিষ্ণু জাত হচ্ছে—
i. ব্রি ধান ৫৬
ii. ব্রি ধান ৫৭
iii. ব্রি ধান ৫৮
নিচের কোনটি সঠিক?
খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য-
i. গভীর মূলী ও সরু পাতাযুক্ত
ii. যুক্ত শাখা-প্রশাখা
iii. মূল খুবই দৃঢ়
খরা সহিষ্ণু গমের জাত হলো -
i. প্রদীপ
ii. গৌরব
iii. কিরণ
লবণাক্ততা সংবেদনশীল ফসল হলো-
i. শিম
ii. লেবু
iii. তুলা
বন্যা সহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে—
i. দিশারি
ii. বাজাইল
iii. ফুলকুড়ি