উদ্ভিদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক পরিবর্তন দেখা যায়—
i. ফসলের অভিযোজনের ক্ষেত্রে
ii. ফসলের প্রজননের ক্ষেত্রে
iii. প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ফসল খরা কবলিত হলে -
i. মাটির আর্দ্রতা কমে যায়
ii. বায়ুর আর্দ্রতা কমে যায়
iii. মাটির তাপমাত্রা কমে যায়
ফসল খরা সহাকরণে -
i. কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দ্রাব জমিয়ে রাখে
ii. সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি করে
iii. কোষপ্রাচীরের ভূমিকা রয়েছে
খরার প্রভাবে প্রোটিন ভেঙ্গে তৈরি হয় -
i. বিষাক্ত দ্রব্য
ii. প্রোলিন
iii. অ্যামোনিয়া
ফসল খরা পরিহারকরণ কৌশল হলো—
i. পাতার আকার হ্রাস
ii. প্রস্বেদন হার বাড়ানো
iii. পাতার উপর লিপিড জমা করে
পাতার দিক পরিবর্তন করে খরা প্রতিরোধ করে—
i. চিনাবাদাম
ii. তুলা
iii. ফেলন
লবণাক্ত এলাকার উদ্ভিদের বৈশিষ্ট্য হলো—
i. পাতায় লবণ জালিকা থাকে
ii. পাতার আয়তন বাড়াতে পারে
iii. পাতার কোষে অতিরিক্ত আয়ন জমিয়ে রাখে
উল্লিখিত ফসল -
i. খরা সহিষ্ণু
ii. বন্যা সহিষ্ণু
iii. লবণাক্ততা সহিষ্ণু
এ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য—
i. পাতায় নৰণ জালিকা থাকে
অনুচ্ছেদে উল্লিখিত এলাকার উচিসমূহের বৈশিষ্ট্য হলো—
i. কোষরসের ঘনত্ব মৃত্তিকা পানির ঘনত্ব থেকে বেশি হতে হয়
ii. কোনটির পাতায় এক ধরনের লবণ জালিকা থাকে
iii. কোনটি পাতার আয়তন কমিয়ে লবণ বাড়ায়
বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে -
i. মাছ চাষের সময় কমে যাচ্ছে
ii. চাষিদের উৎপাদন খরচ কমে যাবে
iii. চাষিরা বড় মাছ উৎপাদন করতে পারছে না
কোরাল রীফ ধ্বংসের কারণ—
i. ঢেউয়ের তারতম্য
ii. স্রোতের গতি পরিবর্তন
iii. পানির তাপমাত্রা বৃদ্ধি
রাজু মিয়া পোনা উৎপাদন করতে পারে—
i. শৈত্য সহিষ্ণু মাছের
ii. খরা সহিষ্ণু মাছের
iii. লবণাক্ততা সহিষ্ণু মাছের