ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে নিচের কোন রোগটি হয়?
বিশুদ্ধ পানি- :
i. তড়িৎ পরিবহন করে
ii. কখনও এসিড, কখনও ক্ষার হিসাবে কাজ করে
iii. pH এর মান ৭
নিচের কোনটি সঠিক?
আউটপুট ডিভাইস নিচের। কোনটি?
তরণ বা বায়ুবীয় পদার্থের ভেতর দিয়ে যাওয়ার সময় যে ঘর্ষণ বল অনুভব হয় তা হলো-
নিচের কোনটি তড়িং বিশ্লেষ্য পদাথ ?
গ্যাস্ট্রিক-আলসার নির্ণয়ে কোন পরীক্ষাটি করা হয়?
কোন উপাদানটির অভাবে অ্যানিমিয়া দেখা দেয়?
উপরোক্ত চিত্রের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কত?
সবচেয়ে কঠিন খনিজ কোনটি?
গোল্ডেন রাইসে নিচের কোনটি পাওয়া যায়?
'A' বাতিটি দৈনিক ৫ ঘন্টা জ্বালালে মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে?
উপরোক্ত সার্কিটে
i B ও C পুরাপুরি ভোল্টেজ পাবে না
ii. A বন্ধ হলে C জ্বলবে
iii. C বন্ধ হলে Aও বন্ধ হয়ে যাবে
প্রিতমের জীবনে এই সময়কে কী বলা হয়?
এ সময় প্রিতমের কোন ধরনের শারীরিক পরিবর্তন হয়?
i. দ্রুত দৈহিক বৃদ্ধি পায়
ii. কন্ঠস্বরের পরিবর্তন হয়
iii. শারীরিক গঠন সম্পূর্ণ হয়
লেন্সটির ক্ষমতা কত?
লেন্সটির ক্ষেত্রে সঠিক উক্তিগুলি হলো-
i. এটি উত্তল
ii. এটি হ্রস্বদৃষ্টি ত্রুটি প্রতিকারে ব্যবহৃত হয়
iii. এটি এক গুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে অপসারী করে
নিচের কোনটি 'Y' যৌগ?
'X' যৌগটি-
i. শক্তিশালী এসিড
ii. দুর্বল এসিড
iii. পাকস্থলীতে পাওয়া যায়?
চোখের কোথায় রড কোষ থাকে?
কোনটির উপর প্রতিসরাঙ্কের মান নির্ভরশীল?
পলিইউরেথেন প্লাস্টিক পোড়ালে তৈরি হয়-
i. কার্বন মনোক্সাইড
ii. হাইড্রোজেন ক্লোরাইড
iii. হাইড্রোজেন সায়ানাইড
পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
৫০০ সিসি পানির ভর কত?
মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
ম্যানগ্রোভ বন——
i. জীববৈচিত্র্যে পরিপূর্ণ
ii. জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখে
iii. সাইক্লোন প্রতিরোধে রক্ষাকবচ হিসেবে কাজ করে
কোনটি দুর্বল এসিড?
শেভিং জেলে কোনটি থাকে?
খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচের কোনটি থাকে?
উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
A-যৌগটি-
Q পদার্থটি ব্যবহৃত হয়—
i. মাটির উর্বরতা বজায় রাখতে
ii. টুথ পাউডার তৈরিতে
iii. বিভিন্ন ব্যাটারি তৈরিতে
২০ কেজি ভরের একটি বস্তুর উপর প্রযুক্ত বল ৪০ নিউটন হলে বস্তুটির ত্বরণ কত হবে?
১ মিটার/সেকেন্ড২
২ মিটার/সেকেন্ড২
৩ মিটার/সেকেন্ড২
৪ মিটার/সেকেন্ড২
কোনটি প্রাকৃতিক তন্তু?
কোষ বিভাজনে ক্রোমোজোম স্পষ্ট দেখা যায় কোন কোন দশায়?
কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন?
শফিকের ক্রয়কৃত খাবারগুলি—
i. কোষের গঠন নিয়ন্ত্রণ করে
ii. দেহের কার্যাবলি নিয়ন্ত্রণ করে
iii. দেহের অস্থি, পেশী ও নখ গঠনে অংশ নেয়
হৃৎপিণ্ডের পেরিকার্ডিয়াম পর্দা কয় স্তরবিশিষ্ট?
কোনটি জীবন্ত জীবাশ্ম?
পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল?
BMI কী?
রক্তে কিসের পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী?
প্রাণিজ তন্তু কোনটি?
মাটির উর্বরতা বৃদ্ধিতে প্রয়োজন—
(i)NH4 NO3
(ii) NH43 PO4
(iii) KNO3
রোমানের প্রথম খাবারে কোন উপাদান বিদ্যমান?
দ্বিতীয় খাবারটি পছন্দের কারণ, এটি—
i. কোষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে
ii. জিরা, ধনে ও মটরশুঁটিতে পাওয়া যায়
iii. খাদ্যনালীর গায়ে পিত্ত তৈরি করে
কোনটি কৃত্রিম তন্তু নয় ?
কোনটি শক্তিশালী এসিড?
সিমেন্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
২৫ কেজি ভরের কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ২ মি/সে২। প্রযুক্ত বলের মান কত ছিল?
কোন এককে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি?