কোন ব্রত অনুশীলনকারীরা নাম, যশ, খ্যাতি নিয়ে চিন্তা করেন না?
বোধিসত্ত্বের একমাত্র লক্ষ্য কোনটি?
বোধিসত্ত্বগণ কীসের আদর্শে উদ্বুদ্ধ হয়ে থাকেন?
বোধিসত্ত্ব কী পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন?
বুদ্ধ গুণকে বলা হয়-
i. অবর্ণনীয়
ii. অচিন্তনীয়
iii. অপরিপক্ক
নিচের কোনটি সঠিক?
গৌতম বুদ্ধ ৫৫০ বার বোধিসত্ত্বের জীবন লাভ করেন। তার চরিত্রে যে বিষয়টি লক্ষণীয়- i. নির্মোহii. স্থিরতাiii. পরার্থপরতানিচের কোনটি সঠিক?
বোধিসত্ত্ব অর্জন করতে হয়- i. স্বল্পমেয়াদি প্রচেষ্টায়ii. জন্মজন্মান্তর সাধনায়iii. দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায়নিচের কোনটি সঠিক?
বোধিসত্ত্ব বিচ্যুত হন না-
i. সত্য সাধনা থেকে
ii. ন্যায় সাধনা থেকে
iii. প্রজ্ঞার সাধনা থেকে
বোধিসত্ত্ব বদ্ধপরিকর হন- i. শীল অনুশীলনেii. সমাধি ও প্রজ্ঞার অনুশীলনেiii. সত্য অনুশীলনেনিচের কোনটি সঠিক?
রাজা বেসান্তর ছিলেন একজন বোধিসত্ত্ব। তার গুণের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় হচ্ছে- i. দশ পারমীর অনুশীলনii. সত্য সাধনাiii. ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হওয়া
বোধিসত্ত্ব সাধনা কীরূপ?
বৌদ্ধধর্ম মতে বোধিসত্ত্ব কয় প্রকার?? 3৩
শ্রাবক শব্দের অর্থ কী?
স্ব-উদ্যোগে ও স্বাধীনভাবে কোনো গুরুর অধীন না হয়ে বুদ্ধ প্রদর্শিত পথে বোধিজ্ঞান লাভের সাধনায় নিয়োজিত সাধনাকে কী বলা হয়ে থাকে?
সর্বসত্তার কল্যাণব্রত নিয়ে জ্ঞান কোন বোধিসত্ত্ব চিন্তা করেন?
গৌতম বুদ্ধ কোন বোধিসত্ত্ব ছিলেন?
সাধনাব্রতের উৎস বিচারে বোধিসত্ত্বকে কয় ভাগে ভাগ করা যায়?
কোন বোধিসত্ত্বগণ সর্বক্ষেত্রে বিশ্লেষণধর্মী হন?
বীর্যাধিক বোধিসত্ত্বগণের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোনটি?
বোধিসত্ত্বের প্রকারভেদগুলো হলো- i. শ্রাবকবোধিসত্ত্বii. প্রত্যেকবোধিসত্ত্বiii. সম্যকসম্বোধিসত্ত্বনিচের কোনটি সঠিক?
বিনয়ধর উপালি ছিলেন একজন শ্রাবক বোধিসত্ত্ব। তার সাথে সাদৃশ্যপূর্ণ i. সারিপুত্রii. মৌদগল্যায়নiii. মহাকশ্যপনিচের কোনটি সঠিক?
স্থবির মহাকচ্চায়ন ছিলেন একজন প্রজ্ঞাধিক বোধিসত্ত্ব। তার অন্যতম বৈশিষ্ট্য হলো- i. প্রজ্ঞার অনুশীলনii. বিশ্লেষণাত্মক হওয়াiii. অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয় সাধননিচের কোনটি সঠিক?
সম্যক জ্ঞানে ও গুণে পূর্ণতা বিষয়ক অভিধা কী নামে অভিহিত?
গৌতম বুদ্ধ শেষ জন্মে কোন রাজার ঘরে জন্মগ্রহণ করেন?
জাতকের বর্ণনামতে গৌতম বুদ্ধ কয়বার বোধিসত্ত্বরূপে জন্মগ্রহণ করেন?
কে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ বলতে পারেন?
স্থিত চিত্তের অধিকারী হন কারা?
কারা সর্বজ্ঞ জ্ঞান লাভের চর্চাকারী?
বুদ্ধ ও বোধিসত্ত্বের মধ্যে প্রধান পার্থক্য কী?
বোধিসত্ত্বগণের অন্যতম গুণরাশি হচ্ছে- i. সম্যক জ্ঞান চর্চাকারীii. চিত্তচাঞ্চল্যতাiii. বুদ্ধদর্শনের অনুসারী
বুদ্ধগণের অবস্থান হচ্ছে-i. লোভের ঊর্ধ্বেii. দ্বেষ ও মোহের ঊর্ধ্বেiii. নিন্দা ও প্রশংসার মধ্যেনিচের কোনটি সঠিক?
বৌদ্ধ সাহিত্য কয়টি সত্তাকে কেন্দ্র করে আবর্তিত?
সমগ্র বৌদ্ধ সাহিত্য কয়টি সত্তাকে কেন্দ্র করে আবর্তিত?
কোন শব্দ থেকে 'বোধি' শব্দের উদ্ভব হয়েছে?
জগতে বুদ্ধের আবির্ভাব দুর্লভ কেন?
জগতে কার আবির্ভাব অতীব দুর্লভ?
কীভাবে বুদ্ধত্ব জ্ঞানের পরিচয় মেলে?
গৌতম বুদ্ধ কত শতকে আবির্ভূত হয়েছিলেন?
পারমী অর্থ কী?
সত্ত্ব অর্থ কী?
বোধি শব্দের অর্থ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়?
কোন বুদ্ধ সর্ব বিষয়ে সম্যক জ্ঞানসম্পন্ন?
বুদ্ধের গুণ কয়টি?
অর্হৎ বা সর্ববিধ শত্রুশূন্য বলতে কয়টি পর্যায়ের সমাধিচর্চায় উত্তীর্ণ হওয়াকে বুঝায়?
বুদ্ধগণের মধ্যে সর্বোত্তম হলেন-
সম্যক সম্বুদ্ধকে বুদ্ধগণের মধ্যে সর্বোত্তম বলা হয় কেন?
সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্যে বুদ্ধকে কয় স্তরের জ্ঞান মহিমায় সম্পূর্ণতা অর্জন করতে হয়?
বৌদ্ধধর্ম গ্রন্থে কত প্রকার বুদ্ধের কথা বলা হয়েছে?
পৃথিবীতে এ পর্যন্ত কতজন সম্যক সম্বুদ্ধের আবির্ভাব হয়েছে?
বুদ্ধবংস নামক গ্রন্থে কতজন বুদ্ধের কথা আছে?