শব্দের তীব্রতা 16 গুন বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তার কতগুণ বাড়াতে হবে?
যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে—
i. প্রতিসরণ
ii. বিচ্ছুরণ
iii. উপরিপাতন
নিচের কোনটি সঠিক?
শব্দের বেগ 340ms-1 এবং রঙ্গ দৈর্ঘ্য 250 cm হলে, পর্যায়কাল কত?
পিছনের গাড়ির ড্রাইভার সামনের গাড়ির গতি কমছে তা কোনটির আলো দেখে বুঝবে?
B বিন্দুর বিভব কত?
60 W এর একটি বাঘ প্রতিদিন। ঘণ্টা করে 30 দিন জ্বালালে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে?
বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী?
একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ছেলের ভাগ সংখ্যা 10। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 mm হলে, ভার্নিয়ার ধ্রুবক কত?
v= u + at সমীকরণে at এর মাত্রা কোনটি?
একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 N বল প্রয়োগ করা হলে সম্পন্ন কাজের পরিমাণ কত ?
গতিশীল বস্তুর ক্ষত্রে লব্ধি বল শূন্য হলে কোন অবস্থায় থাকবে?
ত্বরণের পরিবর্তন হয় -
i. মানের পরিবর্তন হলে
ii. দিকের পরিবর্তন হলে
iii. মান ও দিক উভয়ের পরিবর্তন হলে
জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কীসের একক পাওয়া যাবে?
একটি বস্তুর উপর 100N বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভর বেগের পরিবর্তন 10 kgms -1 হবে?
কোন পদার্থ বৃদ্ধির কারণে বাতাসের ঘনত্ব কমে যায়?
প্যাসকেলের সূত্রানুসারে বড় সিলিন্ডার ও ছোট সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত ১০০ হলে, বড় সিলিন্ডারে--
i. বল বৃদ্ধি পাবে
ii. শক্তি বৃদ্ধি পাবে
iii. 100 গুণ বল পাওয়া যাবে
নিচের কোন পদার্থের মধ্য দিয়ে শব্দের বেগ বেশি?
তরঙ্গটির কম্পাংক কত?
উদ্দীপকে উল্লিখিত তরঙ্গটির বেগ কত?
নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই?
অবতল আয়নায় লক্ষবস্তুকে কোথায় রাখলে রৈখিক বিবর্ধনের মান m = 1 হবে?
উত্তল আপনার প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক?
নিচের কোনটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে ?
5Ω মানের চারটি রোধ সমান্তরালে সংযোগ দিলে তুল্য রোধ কত হবে।
লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির থাকে?
E বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত?
গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত?
গাড়িটির ক্ষেত্রে---
i. প্রথম 15 সেকেন্ড সমত্বরণে চলে 1
ii. গতিকালের ভূরণ ও মান সমান
iii. ত্বরণ 6ms-2
নিচের কোন সম্পর্কটি সঠিক?
কোনটি লব্ধ রাশি ?
কে দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে?
একটি ভারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত?
গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো হলো-
i. v1v2=t1t2
ii. v1v2=h1h2
iii. h1h2=t12t22
মন্দনের মাত্রা কোনটি?
পড়ন্ত কোনো বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
নিচের কোনটি সবচেয়ে ছোট ঘর্ষণ ?
পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ-
i.পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের এক চতুর্থাংশ
ii. পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যাস্তানুপাতিক
iii. উচ্চতার উপর নির্ভর করে
বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা কত?
উদ্দীপকের বস্তুটিও মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত?
বিকর্ষণ বল কোনটি?
গতিশক্তির (T)_
i. একক kgm2s-2
ii. ক্ষেত্রে T = p22m
iii. দিক আছে
4.9 kW এর একটি মোটর ব্যবহার করে 20s এ একটি বস্তুকে 40 m উপরে উঠাতে 50000 Jশক্তির অপচয় হল ।
বস্তুটির ভর কত?
মোটরটির--
i. প্রদত্ত শক্তি 98000J
ii. কর্মদক্ষতা 48.98%
iii. কাজ করার হার 2400W
বাল্ক মডুলাসের একক কোনটি?
চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি, কারণ—--
ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কী রূপে আবির্ভূত হয়?
কোয়ার্ক দিয়ে গঠিত
i. ইলেক্ট্রন
ii. প্রোটন
iii. নিউট্রন
বাদুড় 100 k Hz কম্পনের শব্দ তৈরি করতে পারে, এটি কী ধরনের শব্দ?