'এ' বর্ণের উচ্চারণ কত রকম?
'এ' বর্ণের উচ্চারণ কী রকম?
পাশের ধ্বনির প্রভাবে 'এ' ধ্বনির উচ্চারণ হয়-
নিচের কোনটি 'এ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ?
নিচের কোন শব্দে 'এ' বর্ণের উচ্চারণ 'অ্যা'-এর মতো?
‘তৈল'-এর উচ্চারণ কোনটি সঠিক?
'ও' বর্ণ দিয়ে তৈরি 'বোধ'-এর সঠিক উচ্চারণ কোনটি?
'ঔ' বর্ণের উচ্চারণ কিসের মতো?
'মৌমাছি'-এর সঠিক উচ্চারণ হলো-
ব্যঞ্জনবর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী কী হয়?
'ঞ' বর্ণের নিজস্ব কোনো কী নেই?
'ঞ' বর্ণের স্বতন্ত্র ব্যবহারে কিসের মতো উচ্চারিত হয়?
'ঞ' বর্ণ সংযুক্ত ব্যঞ্জনে কিসের মতো উচ্চারিত হয়?
নিচের কোন শব্দটিতে 'ঞ'-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
কোন ব্যঞ্জনবর্ণের উচ্চারণ নিজ ধ্বনি থেকে আলাদা?
শব্দের আদিতে ব-ফলার কী হয় না?
শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে উচ্চারণ কী হয়?
শব্দের মধ্যে ম-ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে কী হয়?
কিছু ক্ষেত্রে ম-ফলা'র ম-এর উচ্চারণ বজায় থাকে, এর উদাহরণ কোনটি?
'য' বর্ণের উচ্চারণে য-ফলা থাকলে স্বরের উচ্চারণ কেমন হয়?
শব্দের মাঝখানে বা শেষে য-ফলা যুক্ত থাকলে ঐ বর্ণের উচ্চারণ কেমন হয়?
শব্দের মধ্যে বা শেষে যুক্তব্যঞ্জনের সঙ্গে থাকা '্য ' ফলার কী হয় না?
শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'র-ফলা' থাকলে কী উচ্চারিত হয়?
শব্দের মধ্যে বা শেষে যুক্তব্যঞ্জনের সঙ্গে র-ফলা যুক্ত হলে কী হয় না?
'ষ' বর্ণের উচ্চারণ সব সময় কেমন হয়?
'শসা' শব্দের শ-বর্ণের উচ্চারণ কিসের মতো?
স কখনো [শ]-এর মতো উচ্চারিত হয়, এর উদাহরণ কোনটি?
পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন- এর উচ্চারণ কেমন হয়?
শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
শব্দের লগ্নক কত ধরনের?
কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কী বলে?
কোনটি সাধিত শব্দ?
কোনটি মৌলিক শব্দ?
শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
কোনটি নির্দেশক?
কোনটি লগ্নক নয়?
‘নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে' বাক্যে অলগ্নক পদ কোনটি?
এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে বলে-
শব্দমূলের আরেক নাম কী?
প্রকৃতি কত প্রকার?
নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে কী তৈরি হয়?
ক্রিয়াপ্রকৃতির অন্য নাম কী?
ক্রিয়া প্রকৃতির উদাহরণ হলো—
অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে?
অথবা, এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই কী বলা হয়?
বিভক্তিহীন নামশব্দকে কী বলে?