ক্লাইমেক্স (Climax) বলতে বোঝায়-
i. কাহিনীর উৎকর্ষ
ii. কাহিনীর চূড়ান্ত দ্বন্দ্ব
iii. কাহিনীর গর্ভ
নিচের কোনটি সঠিক?
নাটক দ্বারা প্রকাশিত হয় —
i. বিশেষ ব্যক্তির বিশেষ ভাবনা
ii. জীবনের বিশেষ কোনো দিক
iii. সমাজের অসংগতি
হাশেম আলির হাত ধরে তাহেরার পলায়নের মধ্য দিয়ে নাট্যকার বোঝাতে চেয়েছেন—
i. মানবিকতার জয়ii. নারী অধিকার ও নারীজাগরণiii. কুসংস্কার ও অন্ধবিশ্বাস থেকে মুক্তি
নাটক দ্বারা প্রকাশিত হয় -
'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রটি-
i. কুসংস্কারাচ্ছন্নii. ধর্মভীরুiii. অবিবেচক
কোন দিক বিবেচনায় তাহেরাকে প্রতিবাদী চরিত্র হিসেবে আখ্যায়িত করা যায়?
i. চাচাত ভাইয়ের সাথে পালানোii. বহিপীরের সাথে যেতে না চাওয়াiii. খোদেজার কথায় অমত করা
বজরায় ওঠার সময় তাহেরার অভিব্যক্তিতে প্রকাশ পায়-i. উৎকণ্ঠাii. ভয়ে নির্বাক অনুভূতিiii. নির্ভাবনা
বাঙালি মুসলমান সমাজে পীর সম্প্রদায়ের সৃষ্টি হয়—
i. কুসংস্কার ও ধর্মীয় বইয়ের পাতা থেকে
ii. সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরে
iii. বাংলায় অসংখ্য মুরিদ পাওয়ায়
বহিপীরের ছিল-
i. মজবুত শরীর
ii. মুখে আধা পাকা দাড়ি
iii. মাথায় ছোট করে ছাঁটা চুল
“বহিপীর' নাটকের খোদেজা চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. খোদাভীরুতা
ii. স্বামীভক্তি
iii. কুসংস্কারচ্ছন্নতা
সাহিত্যের অন্যান্য শাখা মূলত পাঠের জন্য, আর নাটক হচ্ছে-
নাটকের কাহিনি, চরিত্র বা সংলাপ সংযোজনার জন্য নিচের কোনটির প্রয়োজন নেই?
আরম্ভ, বিকাশ ও পরিণতি দেখানো হয় কোন সাহিত্য মাধ্যমে?
সাম্যুয়েল বেকেট রচিত গ্রন্থ কোনটি?
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী?
বাংলা সাহিত্যের কোন নিদর্শনে নাটক অভিনীত হওয়ার কথা উল্লেখ রয়েছে?
চর্যাপদ নৃত্য ও অভিনয় কোথায় পরিবেশিত হতো?
আমরা যে আধুনিক মঞ্চনাটকের সঙ্গে পরিচিত তা কোন অঞ্চল থেকে এসেছে?
হেরাসিম স্পেপানভিচ্ লেবেদেফ কোন দেশের নাগরিক ছিলেন?
হেরাসিম স্পেপানভিচ লেবেদেফ কত সালে ইংরেজি নাটক 'দ্য ডিসগাইজ' বাংলায় রূপান্তর করেন?
রামনারায়ণ তর্করত্নের নাটকের নাম কী ?
মাইকেল মধুসূদন দত্তের নাটক নয় কোনটি?
একেই কি বলে সভ্যতা' ও 'বুড় সালিকের ঘাড়ে রোঁ'- মধুসূদনের কী জাতীয় রচনা?
মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক নাট্যকার কে?
দীনবন্ধু মিত্রের লেখা নাটক কোনটি?
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কোনটি?
কত সালের পূর্ব পর্যন্ত কলকাতা ছিল বাংলা নাট্যচর্চার প্রাণকেন্দ্র?
নুরুল মোমেনের লেখা নাটক নয় কোনটি?
মামুনুর রশীদের লেখা নাটক নয় কোনটি?
সৈয়দ ওয়ালীউল্লাহর পিতার নাম কী?
সৈয়দ ওয়ালীউল্লাহর মায়ের নাম কী?
সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে মাধ্যমিক পাস করেন?
সৈয়দ ওয়ালীউল্লাহ কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন?
সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন?
সৈয়দ ওয়ালীউল্লাহ পেশাগত জীবন শুরু হয় কী দিয়ে?
স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাংলাদেশের পক্ষে সৈয়দ ওয়ালীউল্লাহ কাজ করেন কোথা থেকে?
সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
বাংলা নাটকের প্রতিযোগিতায় কোন নাটক পুরস্কার লাভ করে?
'বহিপীর' কত বছর অন্তর শিষ্য ও মুরিদদের বাড়িতে ঘুরে বেড়ান?
বহিপীর সারা বছর কী করেন?
বহিপীর বৃদ্ধ বয়সে কী করেন?
তাহেরা পীরের সঙ্গে বিয়েতে রাজি না হয়ে পালিয়ে গিয়ে কোথায় উঠেছে?
হাশেম আলি কার পুত্র?
হাশেম আলি কেমন মানুষ?
তাহেরাকে উদ্ধার করতে কী পিছু টলাতে পারেনি?
হাতেম আলি কেমন প্রকৃতির মানুষ?
তাহেরা বিপদে পড়েছে দেখে খোদেজা তাদের বজরায় তুলে নেয়। এখানে খোদেজা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
কোথায় পৌঁছে তাহেরার চাচাত ভাইয়ের হুঁশ হয়েছিল?
বজরার সঙ্গে ধাক্কা খেয়ে এক মিনিটের মধ্যে নৌকার অবস্থা কেমন হলো?