'নিফে' স্তরটি কোন মণ্ডলে অবস্থিত?
একটি স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০° পূর্ব, স্থান দু'টির মধ্যকার সময়ের পার্থক্য কত ?
মিতা ও তার বন্ধুরা মিলে রাঙামাটি বেড়াতে গিয়ে গর্জন, চাপালিশ, জারুল, মেহগনি ইত্যাদি বৃক্ষ দেখতে পায়—
দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রচুর সৌরশক্তি পায় কোন অক্ষাংশে অবস্থিত হওয়ার কারণে ?
কোন সময়ে উত্তর গোলার্ধে বসন্তকাল বিরাজ করে ?
’ডিমোস' ও 'ফেবোস' কোন গ্রহের উপগ্রহ ?
’'রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ’। -কে বলেছেন ?
সংসদের নেতা কে ?
রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের কয়টি প্রধান উৎসের কথা বলেছেন ?
কত সালে ইউনিয়ন বোর্ড নামে একটিমাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয় ?
গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায় ?
‘আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন' – সংজ্ঞাটি কে দিয়েছেন ?
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্যরাষ্ট্র ?
উৎপাদনের ক্ষেত্রে যেসব পারিতোষিক দেওয়া হয় সেগুলি হলো-
i. খাজনা ও মজুরি
ii. সুদ ও মুনাফা
iii. সম্পদ ও ব্যবহার
নিচের কোনটি সঠিক ?
জাতীয় উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে—
i. বিদেশে বসবাসকারী দেশি নাগরিকের আয়
ii. দেশে কর্মরত বিদেশি নাগরিকের আয়
iii. বিদেশে অবস্থানরত দেশি সংস্থার আয়
নিচের কোনটি সঠিক
ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে কোন অর্থব্যবস্থায় ?
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর ধার্যকৃত করকে কোন কর বলে ?
কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো—
i. ঋণ নিয়ন্ত্রণ করা
ii. নিকাশ ঘর হিসেবে কাজ করা
iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
কন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগ মোকাবিলায় সরকারকে কোন ব্যয় করতে হয় ?
বিশ্বব্যাংক মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোকে কয়ভাবে ভাগ করেছে ?
এইডস রোগের লক্ষণ হলো—
i. শ্বাসতন্ত্রে সংক্রমণ
ii. সার্বক্ষণিক জ্বর
iii. শুকনা কাশি
জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন অনুযায়ী কত বছরের কম বয়সী সকলেই শিশু ?
’মুজিব নগর সরকার’ কত তারিখে গঠন করা হয়?
কাকে দিয়ে প্রথম শহিদ মিনার উদ্বোধন করা হয় ?
১৫ মার্চ সংগ্রাম পরিষদের সঙ্গে ৮ দফা চুক্তিতে সাক্ষির করেন কে ?
মুক্তিযুদ্ধ পরিচালনা উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন ?
১৯৪৭ এর পর রাজনৈতিক দল ও নেতৃত্বের মধ্যে যে ধারা লক্ষ্য করা যায় তা হলো—
i. পাকিস্তানের অনুগত রাজনৈতিক দল
ii. পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল
iii. সাম্যবাদী আদর্শের রাজনৈতিক ধারা
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয় ?
গোষ্ঠীবদ্ধ মানুষের মূল্যবোধের পরিচয় পাওয়া যায়—
অনুলোম বিবাহভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত ?
কত সালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন ?
সূর্য থেকে শুক্রের এবং পৃথিবী থেকে শুক্রের দূরত্বের পার্থক্য কত কোটি কিলোমিটার ?
'ক' চিহ্নিত স্থানে কোনটি অবস্থিত ?
চিত্রে 'ক' এবং 'খ' চিহ্নিত আয়তনের পার্থক্য কত বর্গ কিলোমিটার ?
রশিদ মিয়া আইনের কোন উৎসটি প্রয়োগ করেছেন ?
রশিদ মিয়া যেভাবে সম্পত্তি ভাগ করবেন তাতে বীণা কত অংশ পাবে ?
গনি মিয়ার অপরাধের শাস্তি হতে পারে কোন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ?
গনি মিয়ার উক্ত অপরাধের জন্য যে ধরনের শাস্তি হতে পারে তা হলো-
i. সর্বোচ্চ ১০ বৎসর কারাদন্ড-জরিমানাসহ
ii. সর্বনিম্ন ২ বৎসর কারাদন্ড-জরিমানাসহ
iii. যাবৎজীবন কারাদন্ড
প্রধান সামরিক আইন প্রশাসক-'ক' বলতে কাকে বোঝানো হয়েছে ?
তালিকায় উল্লিখিত শাসক 'ক' এবং 'খ' এর মধ্যকার বৈসাদৃশ্য হলো-
i. সংবিধান সংশোধন
ii. ইনডেমনিটি অধ্যাদেশ জারি
iii. সার্ক গঠনের উদ্যোগ
সামাজিক মূল্যবোধের পরিবর্তনের কারণ—
i. শিক্ষার উন্নয়ন
ii. শিল্পায়ন
iii. ব্যবসা বাণিজ্যের উন্নয়ন
কোনো স্থানে যখন বেলা ১২টা তখন সে স্থান থেকে ১০ ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে ?
কোনটিকে মুক্ত বাজার অর্থনীতি বলা হয় ?
'লীগ অব নেশনস' ১৯২০ সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
সন্ধ্যায় পশ্চিমাকাশে কোনটি দেখা যায় ?
কোন যুদ্ধের ফলে জাতিসংঘের জন্ম হয় ?
বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়ে থাকে ?
উৎপাদনের জন্য কয়টি উপাদান আবশ্যক ?
নিচের কোনটি ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে ?
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচনি অপরাধ। —
i. ঘুষ গ্রহণ করা
ii. সময়মত ভোট কেন্দ্রে উপস্থিত না থাকা
iii. জাল ভোট দেয়া