মানবশিশু কিসের মাধ্যমে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হয়?
কাদের সাথে আমাদের সম্পর্ক বাধ্যবাধকতার?
পরিবারহীন শিশুটি একটি পশুর মতো আচরণ করছিল। শিশুটির মধ্যে কোনটির অভাব পরিলক্ষিত হয়েছে?
শিশুর আচরণকে বেশি প্রভাবিত করে কোনটি?
যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে তাদেরকে কী বলা হয় ?
মানুষের সুখ-দুঃখের প্রথম অংশীদার কে হয় ?
শিশুর সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি?
নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি শিশুর মধ্যে শিক্ষা দেয়—
পাড়ার খারাপ ছেলেদের সাথে মিশে রাতুল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। উক্তিটিতে প্রমাণিত হয়-
গ্রামের ক্লাবটি প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গ্রাম্য সংস্কৃতিকে বিকশিত করতে সাহায্য করে। এ ধরনের ক্লাবকে বলা হয়—
স্থানীয় গোষ্ঠী শিশুর মধ্যে কোন ধরনের মূল্যবোধ সৃষ্টি করে?
ধর্মীয় উৎসব শিশুমনে কিসের সৃষ্টি করে?
'মমিন প্রতি দুর্গাপূজা এলে তার বন্ধুদের সাথে পূজায় যায়।- এখানে ধর্ম কী শিক্ষার রূপ ফুটিয়ে তুলেছে-
ধর্মীয় অনুষ্ঠান শিশুমনের কোনটির উন্নতি সাধন করে?
বর্তমান যুগের সংস্কৃতি গড়ে উঠেছে কিসের মাধ্যমে?
টিভিতে সিসিমপুর দেখে খুশি বিভিন্ন জিনিস চিনতে শিখেছে।'- গণমাধ্যম এখানে কী ভূমিকা পালন করেছে?
জন্মনিয়ন্ত্রণ বিষয়ক বিজ্ঞাপন দেখে সখিনা বিবি তাদের পরিবার ছোট রাখতে উদ্যোগী হয়।— গণমাধ্যম এখানে কী ধরনের ভূমিকা পালন করেছে?
সিনেমাতে নায়ককে অন্যায়ের প্রতিবাদ করতে দেখার পর শফিক মিয়া কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। সিনেমা এখানে কী ধরনের প্রভাব ফেলেছে?
বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ ঘটে কোন পরিবেশের ?
বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়া গ্রামীণ পরিবেশে হওয়ার কারণ কী?
গ্রাম্য সমাজ কাঠামোর বৈশিষ্ট্য কোনটি?
শহুরে সমাজ কাঠামোর সাথে গ্রাম্য সংস্কৃতির মূল পার্থক্য হলো—
ব্যক্তির সামাজিকীকরণে নিচের কোন উপাদানটি শহর ও গ্রামে অধিকমাত্রায় লক্ষণীয়?
বন্ধুদের সাথে মিশে ব্যক্তি কোন গুণাবলিটি অর্জন করে?
এ বৃহত্তর পরিমণ্ডলে শিশুর ভূমিকা ও নেতৃত্ব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোনটি?
শিশুর নিজস্ব গুণাগুণ ও যোগ্যতা বিকশিত হয় কোন পরিবেশে?
গ্রামের পেশার মূলভিত্তি কোনটি?
সামাজিকীকরণের মাধ্যমে মানুষের মাঝে যে বৈশিষ্ট্যের বিকাশ ঘটে—i. দায়িত্বশীলii. ভালো মানুষiii. সহিষ্ণু
নিচের কোনটি সঠি
পরিবার সম্পর্কে হলো—i. সমাজের মৌল সংগঠনii. ক্ষুদ্রতম সংগঠনiii. প্রাকৃতিক সংগঠন
নিচের কোনটি সঠিক?
পরিবার গঠিত হয়-i. বিবাহের মাধ্যমেii. সমাজের মাধ্যমেiii. মানুষের মাধ্যমে
পরিবার গঠনের মূল উদ্দেশ্য হলো—i. দলবদ্ধ জীবনযাপনii. সন্তান উৎপাদনiii. মূল্যবোধ গঠন
পরিবারের ধরনের ভিন্নতা সৃষ্টির উপাদান হলো-i. বংশমর্যাদা
ii. পরিবারের আকার
iii. স্বামী-স্ত্রীর সংখ্যা
ভারতের টোডা উপজাতি নারীদের একাধিক স্বামী থাকে। এটা কোন পরিবার প্রথা থেকে সৃষ্ট-i. পতিii. স্বামী-স্ত্রীর সংখ্যাiii. বর্ধিত পরিবারনিচের কোনটি সঠিক?
বৃদ্ধ জামিল সাহেবের হয় স্ত্রীর তিনজন বেঁচে আছেন। সাহেবের পরিবারটি হলো-
i. বহুপতি
ii. বহুপত্নী
iii. পিতৃপ্রধান
স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারের ধরন হলো-i. একপত্নীii. বহুপত্নীiii. বহুপতিনিচের কোনটি সঠিক?
সম্পা টিভিতে দেখল একজন মহিলা তার বাবার মতো সকলকে আদেশ দিচ্ছেন। খুশির দেখা পরিবারটি—i. মাতৃতান্ত্রিক পরিবারii. গারো পরিবারiii. পিতৃতান্ত্রিক পরিবারনিচের কোনটি সঠিক?
আকারের ভিত্তিতে গঠিত পরিবার হলো-
i. মাতৃসূত্রীয় পরিবার
ii. অনু পরিবার
iii. বর্ধিত পরিবার
সভ্যসমাজে একক পরিবার প্রচলনের যথার্থ কারণ হলো-
i. পরিবারের ভূমিকা বৃদ্ধি
ii. শিল্পায়ন ও নগারয়ণ
iii. যৌথ পরিবারে ভাল্গুন
শহরে চাকরি নেওয়ার ফলে শিপন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরে বসবাস শুরু করেছে। শিপনের পরিবারটি হলো-i. বর্ধিত পরিবারii. অনু পরিবারiii. একক পরিবার
বসবাসের জন্য সবচেয়ে উপযোগী-i. অনু পরিবারii. একক পরিবারiii. বহুপত্নী পরিবারনিচের কোনটি সঠিক?
শাহীন তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী। এমন নিয়ম যে পরিবারের বৈশিষ্ট্য—i. পিতৃতান্ত্রিকii. পিতৃসূত্রীয়iii. মাতৃপ্রধাননিচের কোনটি সঠিক?
আমাদের সমাজে যে পরিবারের অস্তিত্ব সচরাচর বিদ্যমান--i. পিতৃৰাসii. পিতৃপ্রধানiii. অনু পরিবারনিচের কোনটি সঠিক?
গারো উপজাতিদের মধ্যে যে ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ করা যায়-i. মাতৃতান্ত্রিকii. মাতৃসূত্রীয়iii. মাতৃবাসনিচের কোনটি সঠিক?
আশরাফ বিয়ের পরে তার পরিবার থেকে পৃথক হয়ে বসবাস করতে শুরু করল। আশরাফের পরিবারটি-i. নয়াবাস পরিবারii. বর্ধিত পরিবারiii. অনু পরিবারনিচের কোনটি সঠিক?
বহিগোত্র বিবাহের মাধ্যমে গঠিত অন্য রূপ হলো-i. অনুলোমii. স্বাধীনiii. প্রতিলোমনিচের কোনটি সঠিক?
হিন্দু সমাজের অন্তর্গোর বিবাহভিত্তিক পরিবার গঠনের যৌক্তিকতা হলো-i. পরিবার ছোট রাখাii. রক্তের বন্ধন রক্ষাiii. জাতবিশুদ্ধতা রক্ষানিচের কোনটি সঠিক?
পরিবারের কার্যাবলির ক্ষেত্র বিস্তৃত যেসব ক্ষেত্রে-i. অর্থনৈতিকii. মনস্তাত্ত্বিকii. বিনোদনমূলক
পরিবার গঠনের মূল উদ্দেশ্য হলো-
i. জৈবিক চাহিদা পূরণ
ii. সন্তান প্রজনন
iii. লালন-পালন
মানসিক নিরাপত্তাবোধ ব্যতিরেকে শিশুমনে সৃষ্টি হয়-i. হতাশাii. হীনম্মন্যতাiii. আশঙ্কানিচের কোনটি সঠিক?
যৌথ পরিবার প্রথা ভেঙে পড়ার যথার্থ কারণ হলো-i. শিল্পায়নii. নগরায়ণiii. জনসংখ্যা বৃদ্ধি