বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ৮০% ছাত্রছাত্রী ইংরেজীতে পাশ করে, ৮৫% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং ৭৫% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট ৫০ জন উভয় বিষয়ে ফেল করে থাকে, তা হলে ঐ শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত?
উৎপাদকে বিশ্লেষণ: x2++ y2 -2xy - 1
দুইটি সংখ্যার গ.সা.গু ১১ এবং ল.সা.গু ৭৭০০। একটি সংখ্যা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
১০ বৎসর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ১০ বৎসর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ২ : ১ হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
৫০ ফুট একটি কাঠের পোলের ১৪ ফুট মাটির নীচে আছে। ঝড়ে পোলটি ভেঙ্গে সোজা হয়ে গোড়া হতে ১২ ফুট দুরে গিয়ে মাটি স্পর্শ করেছে। গোড়া হতে ভাঙ্গা অংশের উচচতা কত?