জারিন একটি কাজ ২০ দিনে, ওয়াফি ৩০ দিনে এবং কফিল ৬০ দিনে করতে পারে। ওয়াফি ও কফিল একত্রে যদি প্রত্যেক তৃতীয় দিনে জারিনকে সাহায্য করে, তবে কত দিনে কাজটি সম্পন্ন হবে?
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে করতে পারলে, খ একা কাজটি কতদিনে শেষ করবে?
২৫ টাকায় ২ টি করে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কাটি করে কমলা বিক্রি করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৩ সেন্টিমিটার বেশি। যদি উভয় দিকে ১ সেন্টিমিটার বাড়িয়ে দেয়া হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 18 বর্গসেন্টিমিটার বেড়ে যায়। ঐ আয়তক্ষেত্রটির প্রস্থ কত?
একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর ১০% কমিশন দিয়ে বিক্রয় করায় ২০% লাভ হল।
ক. ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল?
খ. ক্রয় মূল্যের উপর শতকরা ২৫% বেশি মূল্য তালিকায় ধার্য করা থাকলে শতকরা কত লাভ বা ক্ষতি হত?
a-1a=1 হলে, a3+1a3=?