অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক স্থাপন করুন।
নিউক্লিয় বল কী? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করুন।
রেডনের অর্ধায়ু 3.82 দিন। রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান কত? এবং কত দিন পর রেডনের প্রারম্ভিক মানের 110 অংশ অপরিবর্তিত থাকবে।
বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর -তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন করুন।
ডায়োড জাংশনের V-I বৈশিষ্ট্য লিখুন।
একটি n-p-n ট্রানজিস্টরের বায়াসিং ও কার্যপ্রণালী ব্যাখ্যা করুন।
মাত্রিক পদ্ধতিতে স্টোকসের সূত্রটি প্রতিপাদন করুন ।
দেখান যে, একক আয়তনে স্থিতিশক্তি =12× পীড়ন x বিকৃতি।
টর্ক কী? টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক প্রতিষ্ঠা করুন।
ফ্যারাডের তড়িৎ চৌম্বকীয় আবেশের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা করুন।
একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV=nRT সম্পর্কটি বের করুন।
স্বাভাবিক চাপে পারদের হিমাকে -39°C ও স্ফুটনাংক 357°C, উক্ত চাপে ফারেনহাইট স্কেলে পারদের হিমাংক ও স্ফুটনাংক বের করুন।
দেখান যে, তেজষ্ক্রিয়তা একটি নিউক্লিয় প্রক্রিয়া।
কৌণিক ত্বরণ ও রৈখিক তরণ কাকে বলে? তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করুন।
কোনটি জলাবায়ু উপাদান নয়: ক. উষ্ণতা খ. আর্দ্রতা, সমুদ্রের স্রোত ঘ. বায়ু প্রবাহ।
৪০ কেজি ভরের একটি বালক এবং ৬০ কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে এক সাথে দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌছাল। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল ৩০ মিটার/ মিনিট। যুবকদের গতিশক্তি নির্ণয় করুন।