ভেক্টর রাশির যোগের সামন্তরিক সূত্রটি লিখুন। দুটি ভেক্টর রাশির লব্ধির খান ও দিকের রাশিমালা প্রতিপাদন করুন।
m এর মান কত হলে P→ ও Q→ পরস্পর লম্ব হবে? যেখানে P=4i^-2j^-k^; Q=6i^+5j^+mk^.
মুক্তি বেগ কী? এর রাশিমালা নির্ণয় করুন।
সেকেন্ড দোখক কী? একটি সেকেন্ড দোলক পাহাড়ের উপর নিয়ে যাওয়ায় উহা দিনে 12 মিনিট সময় হারায়। পাহাড়টির উচ্চতা নির্ণয় করুন।
পয়সনের অনুপাত কী? দেখান যে, পয়সন অনুপাতের মান -1 থেকে 12 এর মধ্যে থাকে।
পৃষ্ঠটান কাকে বলে? দেখান যে, পৃষ্ঠশক্তির মান সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান।
আদর্শ গ্যাস। কী? একটি আদর্শ গ্যাসের জন্য গড় মুক্ত পথের রাশিমালা প্রতিপাদন করুন।
এনট্রপি কী? প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখুন।
পানির ত্রৈধ বিন্দু কী? তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন।
থার্মোকাপল কী? আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করুন যে, PV=nRT।
আলোর কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করুন।
সুসংগত উৎস কী? ইয়ং-এর খিঁচিড় পরীক্ষায় সৃষ্ট গঠনমূলক ও ধ্বংসাত্থাক ব্যভিচারের গাণিতিক ব্যাখ্যা দিন।
একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা বের করুন।
মাইক্রো ফ্যারাড কাকে বলে? তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3µF, 2uf e 1µF। ধারকগুলোর মধ্য হতে দ্বিতীয় ও তৃতীয়টিকে শ্রেণিবদ্ধভাবে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করা হলে তুল্য ধারকত্ব নির্ণয় করুন।
ওহমের সূত্রটি বিবৃত করুন। অড়িচ্চালক শক্তি ও অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করুন।
রোধ কী? ইলেকট্রনের তাড়ন বেগের রাশিমালা প্রতিপাদন করুন।
বোরের পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর -তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন করুন।
তেজস্ক্রিয়তা কী? তেজস্ক্রিয়তার ক্ষেত্রে দেখান যে, N= N0e-λ যেখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে।
রঞ্জন রশ্মি কী? এর বৈশিষ্ট্যগুলো লিখুন।
ট্রানজিস্টর কাকে বলে? একটি n-p-n ট্রানজিস্টরের চিত্র একে কার্যনীতি বর্ণনা করুন।