মহাবিশ্বের আন্তিক পরিণতি সম্পর্কে লিখুন।
এক খণ্ড রেডিয়াম 5000 বছর তেজভিয় বিকিরণ নিঃসরণ করে এক-পঞ্চমাংশে পরিণত হয়। রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক নির্নয় করুন।
p-n জাংশনের বৈশিষ্ট্য লিখুন বা I-V লেখচিত্রটি বর্ণনা করুন।
n-p-n ট্রানজিস্টরের কার্যপদ্ধতি আলোচনা করুন।
NAND gate এর সার্বজনীনতা বাস্তবায়নগুলো দেখান।
F=A+A¯B ফাংশনটির সত্যক সারণি তৈরি করুন।
সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য লিখুন।
দুইটি ভেক্টর রাশির স্কেলার গুণন ও ভেক্টর গুণন ব্যাখ্যা করুন।
নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করুন। ইহা হইতে একক বলের সংজ্ঞা দিন।
কাজ-শক্তি উপপাদ্যটি প্রতিপাদন করুন।
100 kg ভরের একটি বস্তুর ভরবেগ 200 kgms-1 হলে এর গতিশক্তি বের করুন।
নিউটনের মহাকর্ষীয় সূত্র বিবৃত করুন এবং ব্যাখ্যা করুন।
ইয়ং-এর স্থিতিস্থাপক গুণাংক নির্ণয়ে একটি পদ্ধতি বর্ণনা করুন।
পৃথিবীর ব্যাসার্ধ 𝑅 = 6.4×106𝑚 এবং অভিকর্ষজ ত্বরণ 9.8 ms-2 হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোন বস্তুর মুক্তিবেগ নির্ণয় করুন।
এনট্রপি কী? তাপ-গতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রকে এনট্রপির মাধ্যমে কীভাবে প্রকাশ করা যায়? দেখান।
প্ল্যাংকের বিকিরণ সূত্র ব্যাখ্যা করুন।
কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ হইবে?
ধারক ও ধারকত্ব কী?
বায়োট-স্যাভাটের সূত্র বিবৃত করুন ও ব্যাখ্যা করুন।
কার্শফের সূত্র বিবৃত করুন। কার্শফের সূত্র হইতে হুইটস্টোন ব্রীজের সাম্যাবস্থার শর্ত প্রতিপাদন করুন।