তরলের পৃষ্ঠতল টান কী? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন।
আইসোটনিক দ্রবণ কী?
Be2 অণুর অস্তিত্ব নাই—ব্যাখ্যা করুন।
27°C তাপমাত্রায় 5% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ হিসাব করুন।
পলিমার কী? ঘনীভবন পলিমারকরণের একটি উদাহরণ দিন।
অরবিট ও অরবিটাল বলতে কী বুঝেন?
আংশিক পাতন কাকে বলে? এ পদ্ধতিতে সমস্ফুটন মিশ্রণকে আলাদা করা যায় না কেন?
ক্লোরোকুইন কী? এর ব্যবহার লিখুন।
CNG ও LPG এর মধ্যে পার্থক্য লিখুন ।
কয়লার ক্যালরিফিক মান বলতে কী বুঝেন?
কার্বানায়ন কী? ১°, ২° ও ৩° কার্বানায়নের স্থিতিশীলতার ক্রম ব্যাখ্যা করুন।
অ্যানিলিং বলতে কী বুঝ?
সাবানায়ন মান ও আয়োডিন মান এর সংজ্ঞা লিখুন ।
অনুরণন কী?
নাইট্রোজেন-এর প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেন অপেক্ষা বেশি কেন?
ল্যান্থানাইড সংকোচন কী?
অবস্থান্তর মৌলগুলো জটিল আয়ন বা যৌগ গঠন করে—ব্যাখ্যা করুন।
লিগাল্ড বলতে কী বুঝেন? উদাহরণ দিন।
C3H6O এর সম্ভাব্য সমাণুগুলোর নাম ও গঠন লিখুন।
পেট্রোলিয়াম রসায়নে TEL এর পূর্ণরূপ কী?